বুধবার, ১২ নভেম্বর, ২০১৪

দাঁড়িপাল্লার ঝাড়ি - ২৮

লিখেছেন দাঁড়িপাল্লা ধমাধম

৮২. 
আইসিস এ পর্যন্ত ১০ হাজার পুরুষকে হত্যা করেছে, ১৭ হাজার জনকে আহত করেছে এবং সাত হাজার মেয়েকে যৌনদাসী হিসেবে ব্যবহার করছে। তো এবার ইসরায়েল গাজায় একটা বোমা ফেলাক। তাতে অন্তত শীতকাল আসতে না আসতেই হেরা গুহায় ঢুকে যাওয়া ট্যাগটিভিস্টদের আবার একটু নর্তন-কুর্দন দেখা যেত।

৮৩.
ধর্ম বিষয়ে প্রশ্ন করিয়া ধার্মিকদের লজ্জা দিবেন না, লজ্জা পাইলে উহাদের লজ্জাস্থানও গরম হইয়া যায়।

৮৪.
মাত্র হাজার ছয়েক বছর আগে ৯০ ফুটি একটা লোক ৯৬০ বছর বেঁচে ছিল - কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়া এরকম গালগল্প বিশ্বাস করার নামই ধর্ম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন