রবিবার, ২ নভেম্বর, ২০১৪

নাস্তিকদের কটূক্তির দাঁতভাঙা জবাব - ৪২

লিখেছেন ওয়াশিকুর বাবু

আসুন, নাস্তিকদের কটূক্তির বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেই...


কটূক্তি ৮৩:
ইসলামের সাথে অন্য ধর্মের তুলনা করলে মুমিনরা ক্ষিপ্ত হয়ে উঠে কেন? সব ধর্মের তুলনামূলক পর্যালোচনা করলে সমস্যা কী?

দাঁতভাঙা জবাব: 
দেখুন, ইসলামের সাথে অন্য ধর্মগুলোর তুলনার প্রশ্নই আসে না। ইসলাম শুধুই একটা আচারসর্বস্ব ধর্ম নয়, তা আল্লাহ মনোনীত একমাত্র দ্বীন বা জীবন ব্যবস্থা। ইসলাম নিজেই নিজের তুলনা। অন্য ধর্মের সাথে তুলনা ইসলামের জন্য অমর্যাদাস্বরূপ।


কটূক্তি ৮৪:
ইসলামের সমালোচনা করলে মুমিনরা কেন দাবি করে, অন্য ধর্মের সমালোচনাও করতে হবে? অন্য ধর্মে ভুল থাকলে কি ইসলামের ভুলগুলো গ্রহণযোগ্য হয়ে যায়?

দাঁতভাঙা জবাব:
দেখুন, নাস্তিকরা শুধুই ইসলামের সমালোচনা করে, এ থেকেই বোঝা যায়, তারা আদৌ নাস্তিক নয় ইসলামবিদ্বেষী হিন্দু/কাফের। দুনিয়াতে কি আর কোনো ধর্ম নেই, শুধু ইসলাম নিয়ে টানাহেঁচড়া কেন? সত্যিকারের নাস্তিক হলে সব ধর্মের তুলনামূলক বিচার করতো।

[বি.দ্র. কটূক্তির বদলে দাঁত ভাঙা জবাব গুলো আমার নয়। বিভিন্ন সময়ে ভার্চুয়াল মুমিনগণ যে জবাব দিয়েছেন তা কপি করে ছড়িয়ে দিচ্ছি শুধু। আপনারাও সবাই শেয়ার করে নাস্তিকদের অপপ্রচারের বিরুদ্ধে জবাব দিন, ঈমান পোক্ত করুন...]















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন