আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪

মুরতাদ: রাজাকারের চেয়ে বড়ো অপরাধী?

লিখেছেন জুলিয়াস সিজার

লতিফ সিদ্দিকি বাংলাদেশকে একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। পরে কোনো একসময় বাংলাদেশকে এই প্রশ্নের সামনে দাঁড়াতেই হতো। লতিফ সিদ্দিকির বক্তব্যের কারণে একটু আগেই ব্যাপারটা সামনে এসে গেল।

প্রশ্নটা হচ্ছে: ধর্ম আগে? নাকি দেশ আগে?

মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকিকে জুতা ছুঁড়ে মারা হয়েছে। আগেভাগে ছিলেন একজন রাজাকার শুয়োরের বাচ্চা। অনলাইনের বহু জামাতি লীগার ফাঁসি চেয়ে পোস্ট দিয়েছেন। এই প্রকাশ্য ছাগলেরা অন্তত একটু ভালো। নিজেদের ছাগলামি সরাসরি প্রকাশ করেছে।

ভয় অন্যদেরকে নিয়ে। অনলাইনে কিছু মানুষ আছে, সারাদিন দেশপ্রেম নিয়ে পোস্ট দেয়। মুক্তিযুদ্ধ আর বাংলাদেশ ছাড়া তারা কিছু বোঝেই না। বাংলা মায়ের জন্য তাদের কান্নায় ফেইসবুকে সুনামি বয়ে যায়। তারা সকাল-বিকেল-সন্ধ্যা দিনে তিনবার রাজাকারের ফাঁসি চায়, শুধু মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকির গায়ে জুতা মারলেও তাদের কোনো শব্দ বের হয় না! ইয়ে মানে তিনি আবার নাস্তিক মুরতাদ কিনা! নাস্তিকের চেয়ে রাজাকার আবার বড় অপরাধী হয় নাকি? এক্ষেত্রে তারা সুশীল সেজে গোলাম আজমের শিষ্য হয়ে বসে আছেন, তাই কোনো শব্দ বের হয় না।

আমার বন্ধু তালিকার একজন লতিফ সিদ্দিকির হয়ে পোস্ট শেয়ার দিয়েছিলেন। সেখানে এক ছাগল কমেন্ট করেছিল:
"কোনটা বড় অপরাধ? রাজাকার হওয়া নাকি মুরতাদ হওয়া?"

এটাই এই বাংলার কোটি জামাতি, আওয়ামি লীগার, বিএনপির এবং দেশপ্রেমিক চেতনাধারীর মনের কথা।

আশা করি, রাজাকার কামরুজ্জামানের আগে মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকির ফাঁসি হয়ে যাবে ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনদের ধর্মানুভূতিতে আঘাত দেওয়ায়।

আর আমি লতিফ সিদ্দিকির যদি কোনো শাস্তি হয়, তাহলে বেলুনে পাকিস্তানের পতাকা লাগিয়ে উড়িয়ে দেব এই বাংলাদেশেরই আকাশে। এমন বাংলাস্তানে পাকিস্তানি পতাকাই মানাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন