শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০১৪

দাঁড়িপাল্লার ঝাড়ি - ২৯

লিখেছেন দাঁড়িপাল্লা ধমাধম

৮৫.
৭১-এর ভয়াবহ নৃশংসতার কথা আমরা ভুলে গেছি বলেই ৩০ লাখ আর ২ লাখ সংখ্যাটা আমাদের কাছে এখন অবিশ্বাস্য বলে মনে হয়। আর এর পেছনে যে-চিন্তাভাবনা কাজ করে, তা হলো, পাকি হানাদার বাহিনী এবং রাজাকাররা মুসলমান ছিল, এবং যেখানে আমরা মনে করি - মুসলমান মুসলমান ভাই ভাই, সেখানে বর্তমানে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না যে, মুসলমান হয়ে তারা আমাদের ৩০ লক্ষ বাপ-দাদা-ভাইকে হত্যা করতে পারে; ইসলাম ধর্মের অনুসারী হয়ে তারা আমাদের ২ লক্ষ মা-বোনকে ধর্ষণ করতে পারে।

৮৬.
আমাদের দেশের (ধর্ম নিয়ে) রাজনীতি করা পলিটিশিয়ানরা এত্ত ভুদাই এত্ত ভুদাই এত্ত ভুদাই যে, তারা সব সময় নাস্তিকদের দিকে তাকাইয়া থাকে, কখন নাস্তিকরা তাদের হাতে "অস্ত্র" তুইলা দেবে!

৮৭.
পথে-ঘাটে পর্দাবিহীন সুন্দর সুন্দর বেলাজ বেশরম পোলাগুলারে দেইখা আমার ঈমানদণ্ড খাড়াইয়া যায়। এখন আমি যদি খাবার উদলা পাইয়া তাতে মাছি হইয়া 'রেপ' কইরা দেই, তাইলে ইসলাম ধর্ম মতে আমার কত নেকি হাসিল হইবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন