লিখেছেন জল্লাদ মিয়া
১.
ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়েছে - ঈশ্বর আছে। তাই মুক্তচিন্তা করার সময়ও অনেকের মনে হয়, ঈশ্বর থাকতেও পারে, আবার নাও থাকতে পারে।
২.
হিন্দু ধর্মের কৃষ্ণ আর রাধার সাথে কুকুরের বৈশিষ্ট্যের মিল আছে। তারা যত্রতত্র রতিক্রিয়া সম্পাদন করত!
৩.
এদেশের মানুষ বাংলাদেশকে মাতৃভূমি এবং বাংলাকে মাতৃভাষা বললেও ইসলামকে মাতৃধর্ম বলে না।
৪.
কোনো আস্তিকের দ্বারাই কোনো বিষয়কে নিরপেক্ষভাবে বিচার করা সম্ভব নয়। ধর্মবাণীকেই নিরপেক্ষভাবে বিচার করতে গেলে যে কেউ নাস্তিক বনে যাবে।
৫.
সকল ধর্মই অগণতান্ত্রিক। কোনো ধর্মই অন্য ধর্ম তথা ভিন্নমতকে সমর্থন করে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন