আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪

নাস্তিকদের স্বর্গবাসের নিশ্চয়তা

কথাটা আজ আমার মাথায় এলো:
১. পোপ ঘোষণা করেছে, সমস্ত জন্তু স্বর্গে যাবে
২. পোপ ঘোষণা করেছে, বিবর্তনবাদ সত্য
৩. বিবর্তনবাদের মতে, মানুষও জন্তু
যেহেতু নাস্তিকেরাও মানুষ, মানুষেরাও জন্তু এবং সব জন্তু স্বর্গে যাবে:
অতএব ত্রুটিহীন সত্যটি এই যে, সব নাস্তিক স্বর্গে যাবে।

(হ্যাঁ, হ্যাঁ, আমি জানি, পুরাটাই বল্দার্গু, তবে ক্যাথলিকদের কাল্পনিক স্বর্গকে পচানোর চেষ্টাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেইখেন।)

(অনূদিত। মূল লেখাটি এখানে।)

* এই লেখা পড়ে রসবোধহীন ধর্মাবালগুলোর ধারণা হবে এরকম: "দেখসেন, নাস্তিকেরাও বেহেশতের জন্যে লালায়িত!" হায়! বেহেশতের জন্য লোভী কোনও ব্যক্তি নাস্তিক হতেই পারে না - এই সরল সত্যটি তাদের মগজে কবে যে সেঁধোবে! 

এছাড়া নাস্তিকদের সঙ্গে আলোচনায়/তর্কে/বিতর্কে এরা সুযোগ পেলেই দোজখের আগুনের ভয় দেখাতেও সদা তৎপর! এরা বোঝে না, যে-ব্যক্তি ভূতে বিশ্বাস করে না, তাকে ভূতের ভয় দেখানোর মতো শোচনীয় আর কিছুই হতে পারে না! বেহেশত-দোজখের মতো পিচ্চিতোষ, খেলো, ভুয়া ও বেহুদা লোভ-ভীতির ধারণাকে নাকচ করেই মানুষ নাস্তিক হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন