বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০১৪

ধর্মীয় প্রশ্নের ব্যাঙগানিক উত্তর - ১০

[ফেইসবুকে একটা মজাদার পেইজ খোলা হয়েছে "ধর্মীয় প্রশ্নের ব্যাঙগানিক উত্তর" নামে। কেউ একজন একটা মজাদার, বিটকেলে বা আপাত নিরীহ প্রশ্ন করছে, আর অমনি অন্যেরা ঝাঁপিয়ে পড়ে সরবরাহ করছে সেটার বৈচিত্র্যময় ব্যাঙগানিক (ব্যঙ্গ + বৈজ্ঞানিক) উত্তর। 

সেই পেইজ থেকে নির্বাচিত প্রশ্নোত্তরের ধারাবাহিক সংকলন প্রশ্নকারী ও উত্তরদাতাদের নামসহ ধর্মকারীতে প্রকাশ করা হবে নিয়মিত। বলে রাখা প্রয়োজন, এই নির্বাচনটি একান্তভাবেই ধর্মপচারকের পছন্দভিত্তিক। ফলে ভালো কোনও প্রশ্নোত্তর আমার চোখ এড়িয়ে যাবার সম্ভাবনা তো আছেই, তবে সবচেয়ে বেশি আছে অন্যদের সঙ্গে মতভেদের সম্ভাবনা। নিজ গুণে (ভাগে, যোগে, বিয়োগে) মাফ কইরা দিয়েন।]

৯১.
- সবাই ধর্মের ছায়াতলে আসার আহ্বান জানায়। ক্যান, ধর্মে কি রৈদ নাই? (জল্লাদ মিয়া)
- উহু, ছায়া নয়, সায়া, এবং সেটা একমাত্র ইসলামেরই আছে। (দাঁড়িপাল্লা ধমাধম)

৯২.
- ইছলামি জলসা আর স্টার জলসার মধ্যে পার্থক্য কী? (Mahmud Reza)
- সতীনের মতো। একসাথে দেখা যায় না। (Prabir Acharjee)

৯৩.
- হজ্জের সময় মুমিনরা মাথা ন্যাড়া করে কেন? (Shiji Sejuti)
- চুরি করলে যে কারণে মাথা ন্যাড়া কইরা দেয়! (ইমরান হাসান নীহার)

৯৪.
- কুরান ধরতে এবং পড়তে হলে অজু করতে হয়, তাই না? ছোটবেলায় একবার হুজুর আমার চামড়া তুলে ফেলছিলো ওজু না করে ভুলে কুরান ধরায়। যাহোক, যেটা বলতে চাই, আমি এখন অনলাইন কুরান পড়তেছি, আমার কম্পিউটারেও একটা কুরান সেইভ আছে, এই জন্য কি আমাকে ওজু করতে হবে? আর কম্পিউটারে সানি লিউনের কিছু অ্যাকশান ভিডিও আছে - একই ড্রাইভেই, শুধু ফোল্ডার ভিন্ন। এই জন্য আমি কী করতে পারি? সহি তরিকা কী? (তৌফিকুল আমিন হ্যাভেন)
- শফী খেজুরের পানিপড়া কম্পিউটারের উপর বিসমিল্লাহ বলে তিন বার ছিটান। তার পর বলগ দিয়া ইন্টারনেট চালান। (Abu Hena)

৯৫.
- আল্যায় সাকার, নাকি নিরাকার? ((দাঁড়িপাল্লা ধমাধম)
- হুনছি, আল্যায় নিরাকার, তয় আরশে বসার জইন্ন তার পাছা আছে। (Saddam Hossain)
#
- sukcer! (Sohhan Agniveer)
#
- আল্যায় রাজাকার। (Jhony Jaman)

(এই প্রশ্নোত্তরটি 'আস্তিক vs নাস্তিক আয় না দেখি পারিস কেমন হেঁহেঁ' নামের পেইজ থেকে নেয়া)

৯৬.
- যা এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি, তাও কি কুরানে আছে? (Gouranga Malakar)
- হ্যাঁ, অবশ্যই আছে, তবে সেটা খুঁজে পাবেন শুধুমাত্র আবিষ্কার হওয়ার পরেই। (Neon Seven)

৯৭.
- আস্তিকরা যদি এই দুনিয়ায় নাস্তিকদের কল্লা কাটতে চায় , তাইলে আল্লায় আবার বিচার করবে কেমনে? (চিরন্তন সত্য)
- আস্তিকরা তো আর বিচার করে না, বিচারের সম্মুখীন করে মাত্র! (Mahmud Reza)
#
- নাস্তিক্কের বিচার করার জন্য আল্লা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে আস্তিককে। (Shiji Sejuti)

৯৮. 
- ট্যাটু করা আর মেহেদী লাগানোর মধ্যে তফাত কী? ট্যাটু কেন হারাম, আর মেহেদী কেন হালাল? (সেক্যুলার ফ্রাইডে)
-  রজঃস্রাব হারাম। আর সেই রক্ত শরীরের ভিতর ধারণকারী নারী হালাল কেন? (অন্নপূর্ণা দেবী)
#
- ট্যাটু দুই ধরনের হইতে পারে - স্থায়ী আর অস্থায়ী। কিন্তু মেহেদী পুরাই অস্থায়ী। একমাত্র ঈমান ছাড়া স্থায়ী কিছু ধারণ করা এবং বিধর্মীদের চিহ্ন বহন করে, এমন সব কিছু পিছলামি মতে নিষিদ্ধ। (Mahmud Reza)

৯৯.
- কোরআনের বেহেশতের বর্ণনা আর চটির মাঝে পার্থক্য কী? (Neon Seven)
- একটা শরিয়তী চটি, অন্যটা রসময়গুপ্তের চটি। (ঈসামোঃ ব্যাসদেভ যুক্তিযুক্ত)

১০০.
- জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের সত্তর গুণ হবে| সেটা এতই ভয়াবহ যে, সে আগুনের রং হয়ে যাবে কালো! প্রশ্ন হইলো, কোন আগুনের ৭০ গুণ? কাঠের? বুনসেন বার্নারের? প্রাকৃতিক গ্যাসের? বিউটেনের? পেট্রোলের? নাকি অক্সি এসিটিলিন শিখার? উল্লেখ্য: কয়লার তাপমাত্রা ১৯০০ আর অক্সিজেন এসিটিলিন শিখার ৩৬০০ ডিগ্রি সেলসিয়াস। তো কোনটার ৭০ গুণ? (ঔপপত্তিক ঐকপত্য)
- যৌবনের আগুনের। (শাহরিয়ার কনক)

আগের পর্বগুলো:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন