মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০১৪

মডারেট মুসলিমদের ইসলামী মানবতার টেমপ্লেট (ফেবু ভার্শন)

লিখেছেন ওয়াশিকুর বাবু

ইসলামের নামে কোনো অপকর্ম সাধিত হওয়ার দু'দিন পর পোস্ট নিয়ে হাজির।

পোস্টের প্রথম বাক্যে অপকর্মের মৃদু সমালোচনা ও দুঃখ প্রকাশ।

দ্বিতীয় ও তৃতীয় বাক্যে 'অপকর্মকারীরা সহি মুসলিম নয়' সেই ঘোষণা এবং ইসলামের মাহাত্ম্য বর্ণনা।

চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বাক্যে অপকর্মের পেছনে ইহুদী-নাসারাদের মোড়ল আম্রিকার ষড়যন্ত্র বের করা এবং নির্যাতিত মুসলিমদের বয়ান (উদাহরণ: ফিলিস্তিনে কাতারে কাতারে মুসলিম মরছে তা রেখে কি না, এই ছোট বিষয় নিয়ে মাতামাতি!)।

সপ্তম, অষ্টম, নবম এবং দশম বাক্যে এই ইস্যুতে ইসলামবিদ্বেষী লেখালেখির তীব্র সমালোচনা করে অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে নাস্তিকদের মুণ্ডুপাত।

বি.দ্র. 
মডারেট চুতিয়ারা ইসলামী অপকর্মের পর নিজেরাই অপেক্ষায় থাকে কখন ইসলামের সমালোচনা হবে। যাতে অনুভূতির দোহাই দিয়ে ইসলাম সমালোচনার সাথে খুন, ধর্ষণ, লুটপাট, সাম্প্রদায়িক সন্ত্রাসকে তুলনা করে ব্যালেন্স রক্ষা করতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন