লিখেছেন ওয়াশিকুর বাবু
আসুন, নাস্তিকদের কটূক্তির বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেই...
কটূক্তি ৮৭:
ইসলামে শূকরের মাংস খাওয়া নিষিদ্ধ কেন?
[বি.দ্র. কটূক্তির বদলে দাঁত ভাঙা জবাব গুলো আমার নয়। বিভিন্ন সময়ে ভার্চুয়াল মুমিনগণ যে জবাব দিয়েছেন তা কপি করে ছড়িয়ে দিচ্ছি শুধু। আপনারাও সবাই শেয়ার করে নাস্তিকদের অপপ্রচারের বিরুদ্ধে জবাব দিন, ঈমান পোক্ত করুন...]
দাঁত ভাঙা জবাব:
যে যা খায়, সে সেই মত আচরণ করে। যেমন অমুসলিমরা শূকরের মাংস খায় বলে তাদের স্বভাব শুকরের মত। খ্রিষ্টানদের ডান্স পার্টিগুলোতে নেচে নেচে উত্তেজনার উত্তুঙ্গে উঠে একে অপরের সাথে শোয়ার জন্য বউ বদল করে নেয়; যেমনটা শূকর করে থাকে।
কটূক্তি ৮৮:
কোনো প্রাণীর মাংস খেলেই যদি সেই প্রাণীর মত আচরণ করে কেউ, তাহলে মুসলিমরা গরু-ছাগল খায় কেন? তাদের আচরণ কি গরু-ছাগলের মতো? তারা কি গরুর মতো সঙ্গম করে?
দাঁত ভাঙা জবাব:
কোনো প্রাণীর মাংস খেলেই যে সেই প্রাণীর মত আচরণ করবে, এর পেছনে কোনো যুক্তি-প্রমাণ নেই। মানুষ বেঁচে থাকার জন্যই প্রাণীর মাংস খায়। এটার সাথে আচরণের সম্পর্ক নেই।
* এবারের দাঁত ভাঙা কার্টেসি Dr Zakir Naik.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন