শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০১৫

মহাবিশ্বে মহাকাশে মহা নূরের পথে

ধর্মদুর্গত রাশিয়ায় এখন ধর্মবিশ্বাসের প্রবল প্রকোপ। এমনকি তা ছড়িয়ে পড়েছে মহাকাশেও।

২০১৩ ও ২০১৪ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রুশ অংশের একটি কেবিনে তোলা তিনটি ছবি:

২০১৩ সালে: পেছনে সোভিয়েত মহাশূন্য প্রোগ্রামের জনক সের্গেই কোরোলেভ ও য়্যুরি গ্যাগারিনের ছবি

২০১৪ সালের প্রথম ভাগে: কোরোলেভ ও গ্যাগারিনের ছবির পাশে ঠাঁই করে নিয়েছে যিশুর আইকোন

২০১৪ সালের শেষ ভাগে: কোরোলেভ ও গ্যাগারিনের ছবির স্থান সম্পূর্ণ দখল করে নিয়েছে যিশুর গোটা কয়েক আইকোন, এক জোড়া ক্রুশ 

সূত্র

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন