বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০১৫

ইছলামী বর্বরতার বিরুদ্ধে আমাদের অস্ত্র

ফরাসী স্যাটায়ার পত্রিকা Charlie Hebdo-র সম্পাদক, কার্টুনিস্টসহ ১২ জনকে হত্যা করে ইছলাম তার রক্তমণ্ডিত ঐতিহ্য অটুট রেখেছে। পত্রিকাটির প্রতি সংহতি জানিয়ে গতকাল বেশ কিছু কার্টুন প্রকাশিত হয়েছে। সেসব থেকে বেছে নেয়া চারটি কার্টুন নিচে:


 'আমি শার্লি'


'আমি অস্ত্র হাতে তুলে নিচ্ছি, বন্ধুরা'

একেবারে ওপরের কার্টুনটি দেখে এই ছবির কথা মনে পড়লো। জার্মানির ড্যুসেলডর্ফে অনুষ্ঠিত বাৎসরিক কার্নিভালটি বিখ্যাত হয়ে উঠেছে পৃথিবীর নানাবিধ ঘটনা ও ব্যক্তিত্বকে ব্যঙ্গ করা প্রদর্শনীর কারণে। ২০১০ সালের জানুয়ারি মাসে ডেনমার্কের কার্টুনিস্ট Kurt Westergaard-কে হত্যার চেষ্টা করেছিল ইছলামী জঙ্গিরা। তাঁর 'অপরাধ' ছিলো - তিনি এঁকেছিলেন নবীজির কার্টুন। তো এই ঘটনাকে ব্যঙ্গ করে ড্যুসেলডর্ফের কার্নিভালে প্রদর্শিত হয়েছিল:

ছবির নিচের অংশে জার্মান ভাষায় লেখা: যে হাসে সবার শেষে...

কার্টুনিস্ট Kurt Westergaard এঁকেছিলেন অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠা এই কার্টুনটি:


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন