মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০১৫

সংলাপে প্রলাপ

লিখেছেন অপ্রিয় ভাষ্য

১.
- আমাদের কোরান দেখে বিজ্ঞানে এখন কিছু আবিষ্কার করছে।
- কী রকম? 
- এই যে পৃথিবী সুর্যের চারিদিকে ঘুরছে। 
- এটা তো, ভাইয়া, কোরানে উল্টোটা বলা হয়েছিল।
- তুমি সঠিক কোরান পড়োনি।

২.
- আমাদের ইসলাম একমাত্র শান্তির ধর্ম।
- তো ভাইয়া মুসলিম বিশ্বে এতো দুর্নীতি, এতো অশান্তি কেন? 
- ওরা সহী মুসলমান নয়।
- আচ্ছা নবীর চরিত্র নিয়ে কেউ প্রশ্ন তুললে তাকে মুসলমানরা কাটতে যায় কেন? 
- শুধু মুহম্মদ (সাঃ) না, ইসলাম নিয়ে কেউ প্রশ্ন তুললে তাকে হত্যা করা আমাদের মুসলমানদের জন্য ফরজ!

৩.
- আমাদের ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ মর্যাদা।
- তো চারটে বিবি, তাদের সাথে যৌনদাসীর মতো ব্যবহার, শষ্যক্ষেত্রের মত গমন। আবার অসংখ্য দাসী...
- না, না, আপনি সঠিক ইসলাম জানেন না! স্ত্রী হইলো স্বামীর হক। স্বামী যখন চাইবে, তার হক আদায় করতে পারবে। স্ত্রী যদি না বলে, তাকে লক্ষ লক্ষ বছর দোযখের আগুনে জ্বলতে হবে। সে কোনো পরপুরুষের সামনে যাবে না। সে শুধু স্বামীর সেবা-যত্ন করবে আর বাচ্ছা পয়দা করে মুসলমানের বংশ বিস্তার করবে। দেখান তো, ইসলামের মতো আর কোনো ধর্ম নারীকে এভাবে সম্মান দিয়েছে?

আমি পুরাই থ হয়ে গেলাম!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন