বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০১৫

সবাই বলুন: 'হাসা ডিগা ইবোওয়াই' (Hasa Diga Eebowai)

অ্যাত্তো মজাদার ব্ল্যাসফিমাস গান আর শুনেছি বলে মনে হয় না।

বড়োই মনোগ্রাহী সুর, স্পষ্টতই আফ্রিকান ধাঁচের। আর লিরিকস অত্যন্ত সরস ও বুদ্ধিদীপ্ত। ভাবছেন, Hasa Diga Eebowai মানে কী? উগান্ডার ভাষায় এর মানে হলো... না, বললে মজা নষ্ট হয়ে যাবে। অতি উৎসাহীরা গুগলিয়ে মানে বের করে পরে গান শুনলে অনেকখানি মজা থেকে বঞ্চিত হবেন কিন্তু। 

প্রথম ভিডিওটা ঠিক ভিডিও নয়। তাতে অডিওর সঙ্গে লিরিকস এমবেড করা শুধু। দ্বিতীয় ভিডিওটা স্টেজ পারফরমেন্সের। আফ্রিকান অভিনেতা-অভিনেত্রীদের সহজাত সাবলীল নাচ, প্রধান অভিনেতা ও গায়কের হাসিমুখ... বড়ো ভালো লাগে দেখতে। অডিওর মান যদিও যথাযথ নয়।

আরও দু'টি কথা:
১. এই গানটি বিদ্রূপাত্মক মিউজিক্যাল The Book of Mormon থেকে নেয়া
২. ২০১১ সালের জুন মাসে এই গানটি প্রথম ধর্মকারীতে প্রকাশ করা হয়েছিল।

ভিডিও লিংক: http://youtu.be/sm6MowcttHc


ভিডিও লিংক: http://dai.ly/x22ngg9

আরও একটি স্টেজ পারফরমেন্স: http://vimeo.com/76903055

Hasa Diga Eebowai - এই শব্দবন্ধটির জনপ্রিয়তা প্রমাণ করছে নিচের পণ্যগুলো।


অতএব...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন