বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৫

ধর্মীয় প্রশ্নের ব্যাঙগানিক উত্তর - ১৫

[ফেইসবুকে একটা মজাদার পেইজ খোলা হয়েছে "ধর্মীয় প্রশ্নের ব্যাঙগানিক উত্তর" নামে। কেউ একজন একটা মজাদার, বিটকেলে বা আপাত নিরীহ প্রশ্ন করছে, আর অমনি অন্যেরা ঝাঁপিয়ে পড়ে সরবরাহ করছে সেটার বৈচিত্র্যময় ব্যাঙগানিক (ব্যঙ্গ + বৈজ্ঞানিক) উত্তর। 

সেই পেইজ থেকে নির্বাচিত প্রশ্নোত্তরের ধারাবাহিক সংকলন প্রশ্নকারী ও উত্তরদাতাদের নামসহ ধর্মকারীতে প্রকাশ করা হবে নিয়মিত। বলে রাখা প্রয়োজন, এই নির্বাচনটি একান্তভাবেই ধর্মপচারকের পছন্দভিত্তিক। ফলে ভালো কোনও প্রশ্নোত্তর আমার চোখ এড়িয়ে যাবার সম্ভাবনা তো আছেই, তবে সবচেয়ে বেশি আছে অন্যদের সঙ্গে মতভেদের সম্ভাবনা। নিজ গুণে (ভাগে, যোগে, বিয়োগে) মাফ কইরা দিয়েন।]

১৪১.
- সব আস্তিকেই বিশ্বাস করে, মৃত্যুর পর তাদের জন্য আছে স্বর্গ। সেখানে আছে অনন্ত জীবন। যার শেষ নেই। তবুও কেন তারা প্রভুর কাছে প্রার্থনা করে ইহকালের দীর্ঘায়ু জীবন? (নিওন সেভেন)
- কারণ ভণ্ডামি আর দ্বিচারিতাই আস্তিকতার প্রধান আর অত্যাবশ্যকীয় শর্ত। (মাহমুদ রেজা)

১৪২.
- এত্তো বিবি থাকতেও শুধু আয়েশার ঘরেই জিব্রাইল অহি নিয়ে আসতো, কেন? (আব্রাহাম রাশেদ)
- একমাত্র আয়েশাই নবীর কুমারী বিবি হওয়ায় মুহাম্মদ ওরফে আল্লাপাকের আয়েশার প্রতি দুর্বলতা ছিলো... (ঔপপত্তিক ঐকপত্য)
#
- আয়েশার পুতুলকে বিয়ে করার জন্য। (পুতুল হক)
#
- আয়শার ঘরটা বেশি পছন্দ করত, কারণ বোঝেন না? বাজারে শিশু-পর্নের চাহিদা বেশী ৷ (হালাকু খাঁ জিব্রাইল)

১৪৩.
- বেহেস্তে হুরী-সঙ্গমে কি বীর্যস্খলন হবে? হলে সেই বীর্যে কি শুক্রানু থাকবে? থাকলে সেই শুক্রানুর কাজটা কী? (শোয়েব আহমেদ)
- না, সকলেই মুহাম্মদের মত বীর্যহীন হবে। (সেক্যুলার ফ্রাইডে)

১৪৪.
- ইসলামিক সংস্কৃতিতে আবাল-বৃদ্ধ-বনিতা সবাই অংশগ্রহন করে, এমন উৎসব অনুষ্ঠানের নাম জানতে চাই? (অসঙ্গ শুভ্রাংশু)
- হাসরের ময়দান । (বাঙাল মূর্খ চাষা)
#
- বিধর্মীবিদ্বেষ (অনুসন্ধানী আবাহন)

১৪৫.
- কেন হিন্দু পুরুষের মাথায় টিকি থাকে? মুসলমান পুরুষের কেন থাকে গোঁফহীন দাড়ি? (তামান্না ঝুমু)
- অ্যান্টেনা, অ্যান্টেনা। ধর্মভেদে বেহেশতি চ্যানেল ধরার এন্টেনার ডিজাইন চেঞ্জ হয়। তাই কারো দাড়ি, কারো টিকি। (অনুসন্ধানী আবাহন)

১৪৬.
- এখানে একজন বোরখা ছাড়া যুবতী মেয়ে থাকতেও এই টুপিওয়ালা কেন বোরখা পড়া মধ্যবয়স্ক মহিলার স্পর্শকাতর স্হানে হাতাহাতি করছে? কেউ কি বলতে পারেন? (মামুনুর রশীদ রনি)


- রতনে রতন চেনে, টুপিতে চিনে বুরখা / ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ সুরক্ষা! (দাঁড়িপাল্লা ধমাধম)

১৪৭.
- ইসলামে আছে বিয়া না করে ও দেনমোহর না দিয়ে সেক্স করা জেনার সমতুল্য যা অবৈধ। তাহলে নবীজী তার দাসীদের সাথে কি প্রতিবারই দেন মোহর দিয়ে সেক্স করত? (বাঙাল মূর্খ চাষা)
- দাসী োদা হালাল। এ নিয়ে কুনু কথা হপে না, শুধু কুপাকুপি হপে (অনুসন্ধানী আবাহন)
#
- োদা একটা বাংলা শব্দ। সেক্স একটা ইংরেজি শব্দ। দুইটাই বিজাতীয় ইহুদি-নাসারা-হিন্দুয়ানী শব্দ। এসব হারাম-অশ্লীল কথাবার্তা এখানে চলতন নই। হালাল বলেন, ছহবত বলেন। (দাঁড়িপাল্লা ধমাধম)

১৪৮.
- 'হিজাব ডে' পালিত হলে 'বিট ইউর ওয়াইফ ডে' পালিত হবে না কেনু? (নিলয় নীল)
- এই দিন প্রতিদিন। (পুতুল হক)

১৪৯.
- আল্লাহ্‌ কোথায় নাই ? (সমকোণী বৃত্ত)
- আগে বলতে হবে কোথায় আছে.... (ঔপপত্তিক ঐকপত্য)
#
- প্রশ্ন: আল্লা কোথায় নাই? উত্তর: আল্লা কোথাও নাই! (দ্রোহের প্রতিশব্দ)
#
- মুসলমানদের ( ধোঁকাবাজ) মাথার মগজ ছাড়া আর কোথায়ও নাই। (তাহসিন রংপুরী)

১৫০.
- সৃষ্টিকর্তার সাথে প্রেম করা কি সম্ভব? (ষোলআনা বাঙালিআনা)
- আগে জানতে হবে, উনি নারী, নাকি পুরুষ, নাকি হিজরা। (ব্রুস ওয়েইন)

আগের পর্বগুলো:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন