[ফেইসবুকে একটা মজাদার পেইজ খোলা হয়েছে "ধর্মীয় প্রশ্নের ব্যাঙগানিক উত্তর" নামে। কেউ একজন একটা মজাদার, বিটকেলে বা আপাত নিরীহ প্রশ্ন করছে, আর অমনি অন্যেরা ঝাঁপিয়ে পড়ে সরবরাহ করছে সেটার বৈচিত্র্যময় ব্যাঙগানিক (ব্যঙ্গ + বৈজ্ঞানিক) উত্তর।
সেই পেইজ থেকে নির্বাচিত প্রশ্নোত্তরের ধারাবাহিক সংকলন প্রশ্নকারী ও উত্তরদাতাদের নামসহ ধর্মকারীতে প্রকাশ করা হবে নিয়মিত। বলে রাখা প্রয়োজন, এই নির্বাচনটি একান্তভাবেই ধর্মপচারকের পছন্দভিত্তিক। ফলে ভালো কোনও প্রশ্নোত্তর আমার চোখ এড়িয়ে যাবার সম্ভাবনা তো আছেই, তবে সবচেয়ে বেশি আছে অন্যদের সঙ্গে মতভেদের সম্ভাবনা। নিজ গুণে (ভাগে, যোগে, বিয়োগে) মাফ কইরা দিয়েন।]
১৬১.
- হাবিল আর কাবিলের মধ্যে ঝামেলা হয়েছিল কী নিয়ে? (দাঁড়িপাল্লা ধমাধম)
- কে কার পুটু আগে মারবে, তা নিয়ে। (শান্তনু আদিব)
#
- কে মা'রে আগে পুন্দাইবে, হেতি নিয়ে। (আৎসুকো আয়ামে)
১৬২.
- তলোয়ার, ছুরি, দা ইত্যাদি সাথে রাখা কি সুন্নত? (মুল্লা মাও সেতুং)
- আজকার সুন্নত পালন করতে বুমা রাকতে হয়। (অনুসন্ধানী আবাহন)
১৬৩.
- নবী-রাছূল হওয়ার পূর্বশর্ত কি অতি অবশ্যই রাখাল হওয়া? (তামান্না ঝুমু)
- নাহ, রাখাল হইতেই হবে। নাইলে আগামীতে এত ছাগ-শিশু সামলাবে কে? (মুফাসা দ্যা গ্রেট)
১৬৪.
- শিবের লিঙ্গ কি আসলেই ঐ রকম ছিল? (অ্যাডওয়ার্ড রাহুল)
- রকমের তো শেষ নাই, এক এক মন্দিরে এক এক সাইজ। আসল সাইজ কইতে পারবো দূর্গা আর কালি। (অচিন পাখি)
১৬৫.
- পোলারা জিন্সের প্যান্ট পইরা নামাজ পড়লে নামাজ কবুল হয়, কিন্তু মাইয়্যারা জিন্স প্যান্ট পরে নামাজ পড়লে কবুল হয় না কেন? (আবু জাহেল)
- মাইয়াদের তো জিন্সের প্যান্ট পরাই হারাম, তার উপর মাইয়ারা জিন্সের প্যান্ট পইরা মসজিদে গেলে তো ইমাম সাবের নামাজই কবুল হইবো না। (ইজ কল্লান)
১৬৬.
- চিকিৎসাবিজ্ঞান মতে নামাজ পড়ার শারীরিক উপকারিতা কী? (লবঙ্গ থেরাপি)
- নামাজ পড়লে কালোজিরা আর উষ্ট্রমূত্র দ্রুত কাজ করে। (পুতুল হক)
১৬৭.
- জান্নাতের বর্ণনা দিতে গিয়ে শুধুমাত্র যৌনমিলন, মদ, নেশা, খাবার, এগুলোর কথাই বলা হয় কেন? কেন বলা নাই যে, প্রিয় গানটি বার বার শুনতে পারব, প্রিয় কবিতার বইটি বার বার পড়তে পারব? (শৌভিক আহমেদ)
- যে যেমন লোভী, তাকে তেমন লোভই দেখানো হইছে । (বাঙাল মূর্খ চাষা)
১৬৮.
- নিরাকারের আকার কী রূপ? (শহীদুজ্জামান সরকার)
- পাদের মতো। আওয়াজ আছে, দেখা যায় না, আবার দুর্গন্ধওও ছড়ায়। (মাসুম রহমান)
১৬৯.
- মুসলমানি কেন করান হয়? (জন মাথু)
- রহমতের আশায়, মুমিন্দের মূল্যবান অঙ্গের আগাংশ আলার পোঁদে থুক্কু পদে উৎকোচ রূপে সমর্পণ করিবার নিমিত্তে। (বর্ষীয়ান শিশু)
১৭০.
- জন্তু-জানোয়ারেরা কোন ধর্ম পালন করিয়া থাকে? (দ্রোহের প্রতিশব্দ)
- আবার জিগায়! দুনিয়ায় ধর্ম তো একটাই - ইছলাম। (দাঁড়িপাল্লা ধমাধম)
আগের পর্বগুলো:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন