ওয়াশিকুর বাবুর নাম তাঁর মৃত্যুর আগে ধর্মকারীতে কখনও ব্যবহার করা হয়নি, যদিও তাঁর লেখা দুটো সিরিজ প্রকাশিত হতো নিয়মিত। দুটো ছদ্মনাম ছিলো তাঁর: অ বিষ শ্বাসী ও ধর্মবিদ দেশী।
ছদ্মনামগুলো ব্যবহারের প্রয়োজনীয়তা এখন আর নেই বলে তাঁর মূল নাম যোগ করা হলো তাঁর লেখাগুলোয়। একটি ট্যাগও বানানো হলো ওয়াশিকুর বাবু নামে, যেটায় ক্লিক করে ধর্মকারীতে প্রকাশিত তাঁর সমস্ত লেখার সন্ধান পাওয়া যাবে।
গত বছর ১৮ ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছিল তাঁর প্রথম পোস্ট এবং এই এক বছর এক মাসে তাঁর পোস্টসংখ্যা শতাধিক।
গত বছর ১৮ ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছিল তাঁর প্রথম পোস্ট এবং এই এক বছর এক মাসে তাঁর পোস্টসংখ্যা শতাধিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন