শুক্রবার, ৩ এপ্রিল, ২০১৫

গাজাখোর মানবতাবাদীরা

দুই সপ্তাহে মারা গেছে ৫১৯ জন, আহতের সংখ্যা ১৭০০ জন। হ্যাঁ, চৌদি আজব আরও কয়েকটি ইছলামী দেশের সঙ্গে একাট্টা হয়ে ইয়েমেনে বিমান হামলা করে মুছলিমদেরই হত্যা করছে। ব্যাপার না। মানবতা-ফানবতা বিষয়ক বাণী ও বচনগুচ্ছ শিকেয় তোলা থাক আপাতত। হামলাকারী হিসেবে ইসরাইল-আমেরিকার নাম যখন আসবে, তখন দেখিয়ে দেবো, মানবতা কাকে বলে!


* পোস্টের শিরোনামে বানানভুল নেই। চন্দ্রবিন্দু সেখানে অনাবশ্যক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন