লিখেছেন ক্যাটম্যান
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কুখ্যাত আলবদর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি গত ১১-০৪-২০১৫ ইং তারিখে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাত ১০ টা ৩০ মিনিটে কার্যকর করা হয়েছে। ঠিক একই সময়ে যুদ্ধাপরাধী কামারুজ্জামানের প্রতি অভিসম্পাত বর্ষণ পূর্বক উম্মতে মুহম্মদির নিবেদিত প্রাণ সদস্যগণের জ্ঞাতার্থে একটি ক্ষুদ্র সূরা নাজিল করেন কঠিন হৃদয়ের অধিকারী মহা ক্ষুদ্র আল্লাহফাঁক। সেইসাথে যুদ্ধাপরাধী কামারুজ্জমানের প্রতি গণ-অভিশাপ বর্ষণের লক্ষ্যে উম্মতে মুহম্মদির প্রত্যেক সদস্যের উপর এই সূরা পাঠ ফরজ করা হয়েছে।
আল্লাহু আসগর ( আল্লাহ মহাক্ষুদ্র )
সূরা নাজিলের তারিখ: ২১ জমাদিউস সানি, ১৪৩৬ হিজরী।*
সময়: ১০ টা ৩০ মিনিট।
নাজিলের স্থান: ঢাকা কেন্দ্রীয় কারাগার, নাজিম উদ্দিন রোড, ঢাকা-১০০০, ঢাকা।
আয়াত সংখ্যা: ৫
“সূরা কামারুজ্জামান”
————————————————
বিছমিল্লা-হি ক্বাসওয়াতান ক্বুলুব।
অর্থ: কঠিন হৃদয় আল্লাহর নামে।
১. তাব্বাত ইয়াদা কামারুজ্জামান ওয়া তাব্ব।
অর্থ: ধ্বংস হউক, কামারুজ্জামানের দুই হস্ত এবং ধ্বংস হউক সে নিজেও।
২. মা আগনা—‘আনহু মা-লুহূ ওয়ামা-কাছাব্।
অর্থ: উহার ধন-সম্পদ ও উহার উপার্জন উহার কোনো কাজে আসে নাই।
৩. ছাইয়াসলা-না-রাং যা-তা লাহাব।
অর্থ: অচিরে সে প্রবেশ করিবে লেলিহান অগ্নিতে।
৪. ওয়ামরাআতুহূ , হা ম্মা- লাতাল হাতাব।
অর্থ: এবং তাহার স্ত্রীও, যে ইন্ধন বহন করে,
৫. ফী জীদিহা- হাবলুম্ মিম্ মাছাদ্।
অর্থ: তাহার গলদেশে পাকান রজ্জু।
* বিশেষ দ্রষ্টব্য: সূরা নাজিলের হিজরী তারিখ নিয়ে আলেমদের মাঝে ইতোমধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়েছে। ভিন্ন মতাবলম্বী আলেমদের মতে সূরা নাজিলের সঠিক তারিখ ২২ জমাদিউস সানি ১৪৩৬ হিজরী। কারণ হিজরী সাল চাঁদের উপর নির্ভরশীল। আর হিজরী পঞ্জিকায় নতুন দিনের সূচনা হয় সন্ধ্যাকালে। সেই প্রেক্ষিতে সূরা কামারুজ্জামান রাত ১০ টা ৩০ মিনিটে নাজিল হওয়ায় বিবেচ্য তারিখ হবে ২২ জমাদিউস সানি ১৪৩৬ হিজরী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন