হেরাতে গরজে নবী ঘন বরষা
লাহাব শোনে না কথা, নাহি ভরসা
রাশি রাশি ভারা ভারা
দাওয়াত তো দিয়ে সারা
কাফিরেরা বড়ো ত্যাড়া
হয় না তো বশ
দাওয়াত দিতেই গেল বৎসর দশ
একখানি ছোট ক্বাবা, নবী একেলা
চারিদিকে কাফিরেরা করিছে খেলা
মদিনাতে দেখি আঁকা
গনিমত নারী মাখা
লুট করে আসে টাকা
একটাই পথ
উপায় না দেখে নবী করে হিজরত
ব্যবসার কাফেলায় যে আসে, তারে
দেখে যেন মনে হয় চিনি উহারে
কাফেলাটি চলে যায়
কোনোদিকে নাহি চায়
নবীজির ভয়ে গায়
হুবালের গান
নবী চেয়ে দেখে, সে যে আবু সুফিয়ান
সুফিয়ান, কোথা যাও? কোন বিদেশে
কাফেলা নবীর কাছে ভেড়াও এসে
যেয়ো যেথা যেতে চাও
তবে আগে টাকা দাও
নয়তো বা জেনে যাও
যাবে গর্দান
ভয়ে-ডরে কেঁপে ওঠে আবু সুফিয়ান
সাধ নাই, তবু সুফিয়ান গেল লড়ি
ফেরেশতায় নবী-দল গিয়েছে ভরি
বদরের হাওয়া জুড়ে
ধুলা-বালি ফিরে ঘুরে
সুফিয়ান গেল দূরে
হারালো সবই
যাহা ছিলো নিয়ে গেল সোনার নবী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন