মঙ্গলবার, ১২ মে, ২০১৫

বেহেশতের সাইনবোর্ডসমূহ

লিখেছেন ফাহিম আল হামীম

বেহেশতের বিভিন্ন আনাচে-কানাচে যেসব সাইনবোর্ড লাগানো থাকবে:

১. বেহেশতের পবিত্রতা রক্ষা করুন

২. যেখানে সেখানে কনডম ফেলিবেন না

৩. আরেকজনের হুরির দিকে নজর দিবেন না

৪. সহবতের সময় অতিরিক্ত শব্দ করিবেন না, এতে শব্দদুষণ হইতে পারে, যাহা পরিবেশের জন্য ক্ষতিকর

৫. সহবতের পর পরই সালসাবিলে গোছল করিয়া নিন, মনে রাখিবেন - পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ

৬. সালসাবিলে সাবান মাখিয়া গোছল করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, ইহাতে মৎস্যসম্পদের ক্ষতি সাধিত হয়

৭. আপনার হুরিদের পর্দা করিতে বলুন

৮. যৌনরোগ লুকানোর বিষয় নহে, আপনার ডাক্তারের পরামর্শ নিন

৯. দৌহিক মিলনের সময় কনডম ব্যবহার করুন, বেহেশতি স্বাস্থ্য কেন্দ্রসমুহতে তাহা বিনামূল্যে পাওয়া যাইতেছে

১০. সহবতের জন্য খোলা উদ্যান অপেক্ষা গাছের অথবা ঝোপ-ঝাড়ের আড়াল বাছিয়া নিন

১১. শুধু জান্নাতি স্ত্রীদিগের সহিত সহবত না করিয়া নিজের দুনিয়াবি স্ত্রীগণের মধ্যে যারা জান্নাতবাসী হইয়াছেন, তাহাদেরকেও সময় দিন, নতুবা তাহারা মনঃক্ষুণ্ণ হইতে পারেন

১২. বেহেশতি সুরা মাত্রাতিরিক্ত পান করা হইতে বিরত থাকুন; মাতাল হইয়া অন্য জান্নাতিদের সহিত অসদাচরণ করিবেন না

১৩. দুনিয়ার যে সকল নারী জান্নাতবাসি হইয়াছেন, তাহাদের দিকে কুদৃষ্টি দিবেন না।

১৪. যেহেতু বেহেশতে সকল নারীই যুবতী হইয়া প্রবেশ করেন, অতএব নানী-দাদী প্রভৃতি কারো প্রতি কুদৃষ্টি প্রদান হইতে বিরত থাকুন

১৫. আল্লাহর দিদার লাভ বা সাক্ষাতের সময় হুরীদের সহিত সহবত বা সহবত করার কল্পনা করা হইতে বিরত থাকুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন