বুধবার, ২৭ মে, ২০১৫

হা-হা-হাদিস – ১৩৪

লিখেছেন শ্রোডিঞ্জারের বিড়াল


ধি-আল-খালাসা ছিল ইয়েমেনের কাবা নামে পরিচিত, দাউস গোত্রের লোকেরা একে প্রার্থনা করতো। ইয়েমেনের ধি- আল-খালাসা নামক এই আইডল বহুকাল আগেই ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে গেছে।

তাই ইয়েমেনের কোনো নারীরই একে ঘিরে পাছা দুলিয়ে নাচার কোনো সম্ভাবনা সদূরতম ভবিষ্যতেও নেই।

আর এ থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে, তথাকথিত কেয়ামতও কোনোদিন হবার কোনো সম্ভাবনাই নেই। এটা হাদিস দ্বারাই প্রমাণিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন