শুক্রবার, ২২ মে, ২০১৫

দু'টি আধুনিক সুরা

অবতীর্ণ হয়েছে ধর্ম_ব্যবসায়ী-র ওপরে

সূরা ত্বীন চার পাঁচ

(ডাইনিং টেবিলে অবতীর্ণ)

(১) ত্বীনের শপথ। 

(২) শপথ চারের। 

(৩) এমনকি পাঁচেরও শপথ। 

(৪) নিশ্চয় অ্যালা সালাদ পছন্দ করেন। 

(৫) শশার সালাদ, টমেটোর সালাদ, ক্ষীরার সালাদ ইত্যাদি। 

(৬) তন্মধ্যে টমেটোর সালাদই সর্বোত্তম। 

(৬) বউকে বলুন: প্রতি বেলার খাবারে সে যেন অবশ্যই সালাদ প্রস্তুত করে। 

(৭) সালাদ তৈরিতে অস্বীকৃতি জ্ঞাপন করা মাত্রই ক্ষিপ্র গতিতে দৌড়ে গিয়ে পাছায় সজোরে লাথি মারুন। 

(৮) অতঃপর সর্বশক্তি দিয়ে চুলের মুঠি ধরে সালাদ আদায় করুন।


সূরা ফাকিরূন 

(বাকির খাতায় অবতীর্ণ)

(১) L O L 

(২) লালমাই পাহারের শপথ । 

(৩) হে দোকানিরা, অ্যালা বাকিতে এবাদত ক্রয় করতে পছন্দ করেন। 

(৪) নিশ্চয় তিনি অন্যান্য বাকিখোরদের মত বজ্জাতের এক শেষ নন। 

(৫) বাকি চাহিলে কাফিরগন বলে, আজ নগদ কাল বাকি, বাকির নাম ফাকি। 

(৬) আমি কি দেউলিয়া? 

(৭) বিশ্বাস কর, আসন্ন হালখাতার ময়দানে তোমাদের সকল পাওনা মিটিয়ে দেয়া হবে । 

(৮) অ্যালা ঋণখেলাপি নয়, অতএব অ্যালাকে বাকি দিতে ভয় কিসের ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন