মূল কবিতা এখান থেকে পড়ে নিন।
তারা - একটি দু'টি তিনটি করে এলো
ভোরের - আঁধার ছোয়া শীতের হাওয়া
বইছে এলোমেলো,
তারা - একটি দু'টি তিনটি করে এলো।
থই থই থই অন্ধকারে
ঢাল তলোয়ার দোলে
সেই - অন্ধকারে শন শন শন
আওয়াজ শুধু তোলে।
খুশিতে বুক চেপে
সাহাবাদের ঈমানদণ্ড
উঠছে কেঁপে কেঁপে।
তখন - একশো দুশো তিনশো করে এসে
বনু মোস্তালিকের অদূর
ঝাঁক বেঁধে যায় শেষে।
নবী - বলল, ও ভাই, সাহাবা ভাই
মোস্তালিকের নারী
ধনসম্পদ কিছুই নাহি ছাড়ি
নবীর - লোলুপ চোখের চাওয়ায় ফোটে
ঝিকিমিকি আলো
“আমিত আমিত” বলে নবী
সংকেত ছড়ালো।
যখন - ছড়িয়ে গেলো মোস্তালিকে
সাহাবা দলে দলে
তখন - তলোয়ার আর ঘাড়ের খেলায়
হীরে-মানিক জ্বলে।
তখন - থমকে দাঁড়ায় অবাক যুবক,
খাওয়াচ্ছিল পানি
লোভী লোভী জিহ্বা নিয়ে
তোমরা এলে কারা ?
জিজিয়া যেটা দিলাম, সেটা সাবাড় করা সারা ?
খোদার চ্যালা মরুর ডাকু
লুটি রাতের বেলা,
গনিমত আর জিজিয়া মোদের
ঈমান রাখার খেলা।
দস্যু নইকো - নইকো ডাকাত
নই আকাশের চাঁদ
ছোট বুকে আছে শুধুই
গনিমতের সাধ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন