[ফেইসবুকে একটা মজাদার পেইজ খোলা হয়েছে "ধর্মীয় প্রশ্নের ব্যাঙগানিক উত্তর" নামে। কেউ একজন একটা মজাদার, বিটকেলে বা আপাত নিরীহ প্রশ্ন করছে, আর অমনি অন্যেরা ঝাঁপিয়ে পড়ে সরবরাহ করছে সেটার বৈচিত্র্যময় ব্যাঙগানিক (ব্যঙ্গ + বৈজ্ঞানিক) উত্তর।
সেই পেইজ থেকে নির্বাচিত প্রশ্নোত্তরের ধারাবাহিক সংকলন প্রশ্নকারী ও উত্তরদাতাদের নামসহ ধর্মকারীতে প্রকাশ করা হবে নিয়মিত। বলে রাখা প্রয়োজন, এই নির্বাচনটি একান্তভাবেই ধর্মপচারকের পছন্দভিত্তিক। ফলে ভালো কোনও প্রশ্নোত্তর আমার চোখ এড়িয়ে যাবার সম্ভাবনা তো আছেই, তবে সবচেয়ে বেশি আছে অন্যদের সঙ্গে মতভেদের সম্ভাবনা। নিজ গুণে (ভাগে, যোগে, বিয়োগে) মাফ কইরা দিয়েন।]
২১১.
- রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহ'র নিকট মেশক (অতি মূল্যবান সুগন্ধি)-এর চাইতেও মূল্যবান (বুখারি, ১৮৯৪) হয় কেমন করে? (আলী আরজ বিশ্বাস)
- একেক জনের পছন্দ একেক রকম। কুকুরের পছন্দ গুয়ের গন্ধ! (রুহুল আমিন)
২১২.
- কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো, সহি ইসলামে কাবা বড় না কোরআন? (সেক্যুলার ফ্রাইডে)
- যদি সৌদিপন্থী হন, তাইলে কাবা বড়। যদি জেহাদপন্থী হন, তাইলে কুরআন বড়। আর যদি মডারেট হন, তাইলে অনুভুতি বড়! (এ. আর. ইসলাম)
২১৩.
- স্ত্রী শস্যক্ষেত্র হলে দাসী কী? (ডেভিড গ্রিন)
- শস্য-মাড়াই ক্ষেত্র। (রুদ্র রাসেল)
২১৪.
- একজন পুরুষ বেহেস্তে হুর (কুমারী নারী) পাবে , তাহলে হিজড়ারা কী পাবে? (মোহম্মদ জামশেদ হোসেন)
- তারা আল্লাহকে পাবে, কারণ আল্লাহ তো নারীও নন, পুরুষও নন। (ডেভিড আরমান)
২১৫.
- শিবের বাহন বলদ, দুর্গার - সিংহ, গনশার - ইন্দুর, স্বরসতীর - পদ্মফুল, লক্ষীর - আজহাঁস, কার্তিকের - ময়ূর/ময়ুরী (ঢালিউডের নায়িকা না); এখন কথা হলো, এখনও দেব-দেবীগুলা বাইক/গাড়ি খরিদ করে না ক্যান? (সুস্ময়ের বাবা)
- মর্ত্যে তেল-গ্যাস পাওয়া গেলেও স্বর্গলোকে তেমন কিছু নাই, এ জন্য। (ঔপপত্তিক ঐকপত্য)
২১৬.
- আল্লা যদি পৃথিবী সৃষ্টি করে থাকে, তাহলে আল্লার জন্ম ১৪০০ বছর আগে কেন? (ঋদ্ধ রাজু)
- নবীচির আগে আল্লার নামে ফেক আইডি খোলার কেউ ছিল না। (নিয়ন আলো)
২১৭.
- মুসলিমদের জন্য দাড়ি-টুপি বাধ্যতামূলক কেন? শারীরিকভাবে এর উপকারিতা কী কী? (আমিনুল ইসলাম)
- অতি উত্তেজনায় যেসব কু-প্রবৃত্তি মাথা থেইক্কা বাইরাইতে চায়, সেইগুলারে আটকায়। সেইম মেকানিজম অ্যাজ কনডম! (বর্ষীয়ান শিশু)
২১৮.
- স্বামী বেহেশতে গেলে বাহাত্তর হুরসহ স্ত্রীকে পাবেন, স্ত্রী বেহেশতে গেলে শুধুমাত্র তার স্বামীকে পাবেন। আচ্ছা, স্বামী-স্ত্রীর মধ্যে যদি শুধুমাত্র স্ত্রী বেহেশতে যায়, তার স্বামী না যায়, তাহলে সেই স্ত্রী কী পাবেন? (আলমগীর হোসেন)
- সহিহ ইছলামি ডিলডো (ডেভিড গ্রিন)
২১৯.
- একটা কাগজে কোরানের আয়াত বা গীতার শ্লোক লিখলে এটা কি অদাহ্য হয়ে যায়? (উত্তম কুমার সরকার)
- সেটা রীতিমত বোমায় পরিণত হয়! (সেক্যুলার ফ্রাইডে)
২২০
- রোজা রাখলে থুথু ফেলতে হয় কেন? (জুয়াং খাং)
- রোজা রাখতে বাধ্য করায় তেনার প্রতি ঘৃণা প্রদর্শন। (দাঁড়িপাল্লা ধমাধম)
আগের পর্বগুলো:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন