লিখেছেন বুঝ বালক
আমরা রোজগার করি, চাকরি করি, কাজ করি, টাকা পাই, এবং এ দিয়েই চলি!
কথা এটা না, কথা হচ্ছে - এটা প্রত্যেক ধর্মেই বলা হয়, যা-ই করো, সবকিছুই বিধাতার রহমতে। তুমি তাঁর প্রার্থনা করো, তাই তিনি বেঁচে থাকার জন্য বিভিন্নভাবে তোমাকে সাহায্য করেন।
আপাত দৃষ্টিতে সব ঠিক আছে, তবে এবার আমি কিছু বলবো। সবাই বোঝার চেষ্টা করবেন।
১.
আমরা কাজ করলাম + প্রার্থনা করালাম = কী পাবো?
অবশ্যই ফল পাবো। কারণ কাজের ফল তো সবাই পায়, আবার প্রার্থনাও করেছি বিধাতার কাছে।
২.
এবার আমরা কাজ করলাম না + প্রার্থনা করলাম = কী পাবো?
শূন্য। কারণ কাজ না করলে ফল পাওয়া যাবে না। শুধু বসে বসে প্রার্থনা করলেই কি ঘরে টাকা উড়ে উড়ে আসবে? আসবে না!
৩.
এবার কাজও করলাম না + প্রার্থনাও করলাম না = কী পাবো?
শূন্যই! কারণ কাজ না করলে ফল আসবে না। আর প্রার্থনা না করলেও ফল আসবে না!
৪.
এবার শুধু কাজ করলাম + কোনো প্রার্থনা করলাম না = কী পাবো?
অবশ্যই ফল পাবো, কারণ কাজ করলে ফল তো পাওয়াই যায়। তাহলে প্রার্থনার কী দরকার?
অতএব কী দাঁড়ালো?
১. কাজ + প্রার্থনা = ফল
২. নো কাজ + প্রার্থনা = শূন্য
৩. নো কাজ + নো প্রার্থনা = শূন্য
৪. কাজ + নো প্রার্থনা = ফল
ব্যস, স্পষ্টই প্রমাণিত হলো:
কাজ = ফল
প্রার্থনা = শূন্য
ঘরে বসে সারাদিন বিধাতাকে ডাকলেও পেটে ভাত আসবে না, তার জন্য কর্ম করতে হবে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন