শনিবার, ৮ আগস্ট, ২০১৫

নিলয় নীল ও ধর্মকারী

নিলয় নীল-এর সঙ্গে ধর্মকারীর পাঁচ বৎসরাধিককালের সম্পর্ক। এ সময়ে তিনি অসংখ্য লেখা দিয়েছেন, পাঠিয়েছেন ছবি-পোস্টার-কার্টুন-ভিডিও, তবে ধর্মসংক্রান্ত সংবাদের লিংক সরবরাহ করেছেন সবচেয়ে বেশি। 

একটা সময়ে তিনি N. c. Neel নামে লিখতেন। তবে কনফিউশন এড়াতে ধর্মকারীতে সেই নামটা 'নিলয় নীল' দিয়ে প্রতিস্থাপন করাটাই সমীচীন মনে হলো । এবং 'নিলয় নীল' ট্যাগও তৈরি করা হলো তাঁর লেখাগুলো সহজে খুঁজে পাবার জন্য। 

তিনি শুধু ইছলামের বিরুদ্ধে লেখালেখি করতেন - কথাটা ডাঁহা মিথ্যে। কোনও ধর্মই ছাড় পেতো না তাঁর কাছে। বিভিন্ন ধর্ম নিয়ে তাঁর অনেক লেখা আছে ধর্মকারীতেই। টুকরো রচনার পাশাপাশি ইছলামে নারীর শোচনীয় অবস্থা প্রসঙ্গে 'ইছলামী শস্যক্ষেত্র' নামের সিরিজ (পরে ইবুক হিসেবে প্রকাশিত) যেমন তাঁর রচিত, তেমনি হিন্দুধর্মে নারীর অসহায়ত্ব নিয়ে 'সনাতনী কামিনী' নামের অন্য একটি সিরিজও (পরে ইবুক হিসেবে প্রকাশিত) তিনিই রচনা করেছেন। এছাড়া বৌদ্ধধর্মে নারীকে কতোটা কুৎসিত দৃষ্টিতে দেখা হয়, এ নিয়েও একটি সিরিজের ১৯ টি পর্ব লিখে যেতে পেরেছেন তিনি। কথা ছিলো, শেষ হলে ইবুক আকারে প্রকাশ করা হবে, কিন্তু সিরিজটি অসমাপ্তই রয়ে গেল...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন