আমি হব মেরাজ রাতের পাখি,
গভীর রাতে হানির দ্বারে উঠব আমি ডাকি।
সুয্যি মামা জাগার আগেই উঠবে হানি জেগে,
"হয়নি মেরাজ, একটু আরো" - বলব আমি রেগে।
বলবে হানি, "লুচ্চা নবী, মেরাজে তুমি থাক।
হয়নি মেরাজ, তাই বলে কি সকাল হবে না ক।
আমরা যদি না জাগি তো কেমনে সকাল হবে?"
"হানির মধু খেলে পরেই মেরাজ হবে তবে।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন