লিখেছেন ধর্মব্যবসায়ী
১৩.
হিসেব রাখার জন্যে দুই কাঁধে ফেরেশতা কেন দরকার?
পৃথিবী থেকে ক্রমশ দূরে সরে গেলে পৃথিবীর বায়ুস্তর এক সময় শেষ হয়ে যায়।
শব্দ তরঙ্গ অগ্রসর হওয়ার জন্য বাতাস দরকার, বাতাস না থাকলে শব্দ এগোতে পারে না।
ফলে জিকিরাজগার, বন্দেগীর শব্দ একটা নির্ধারিত দূরত্বের পর থেমে যায়, আল্যার কানে পৌঁছায় না।
তাই বিচক্ষণ আল্যা মানুষের কাধে দু'জন ফেরেশতা রেখে দিয়েছে।
১৪.
অন্যের ব্যক্তিগত ব্যাপারে উপযাচক হয়ে নাক গলানো বন্ধ করুন।
পরম স্রষ্টারা এমন ছ্যাঁচড়া হইলে চলে না।
১৫.
- ভূতে বিশ্বাস করেন?
- কী যে বলেন! এসব তো কল্পনা, কুসংস্কার।
- জ্বীনে বিশ্বাস করেন?
- হ্যাঁ, করি। কারণ জ্বীনের কথা কুরানে লেখা আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন