মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

কোপাবো না

কালীপ্রসন্ন ঘোষ-এর 'পারিবো না' কবিতার প্যারোডি করেছেন নাস্তিকথন

'কোপাবো না' - এ কথাটি বলিও না আর
কেন কোপাবে না তাহা ভাব একবার;
জঙ্গি কোপায় যাহা,
তুমিও কোপাবে তাহা,
ঈমানী দায়িত্বে তুমি দিও নাকো ছাড়
একবার ফেল মারিলে কোপাও শত বার।

কোপাবে না বলে মুখ করিও না ভার,
নাফারমানি কথা মুখে না শুনি তোমার,
ইমানহীন নিফাকি যারা
কভু কোপায় না তারা,
তোমায় তো দেখি নাকো তাদের আকার
'কোপাতে পারবো না' কেন বল বার বার?

জলে না নামিলে কেহ শিখে না সাঁতার
হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়,
কোপানো শিখিতে হলে
চাপাতিটি হাতে তুলে
কলাগাছ করিয়া লক্ষ্য, কোপাও বারে বার
আল্লাহুয়াকবার বলে হও আগুসার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন