বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫

ডাস্টবিন থেকে কুড়আনো চিন্তা - ০৮

লিখেছেন ধর্মব্যবসায়ী

২৬.
“জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই” - কথাটা প্রথম বলেছেন সত্যজিৎ রায়। তবে সত্যজিৎ রায়ের অনেক আগেই আল্লার বরাত দিয়ে মুহম্মদ কুরানে বলে গেছে:
"যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই, তার পিছনে পড়ো না।" (সুরা ১৭:৬)

২৭.
ভার্সিটির ছাত্রছাত্রীদের কাছ থেকে ভ্যাট না নিয়ে সরকার অমুসলিমদের কাছ থেকে জিজিয়া কর নিলেই পারে।

২৮.
(দেশে কুরানের আইন চালু হয়ে যাবার পরে)
প্রেমিকাকে নিয়ে আবাসিক হোটেলে গিয়েছে এক ছেলে।
মধ্যমুহুর্তে পুলিশ এসে হাজির। বিয়ে না করেই বেগানা নারীর সাথে জেনা করার অপরাধে পুলিশ তাকে গ্রেফতারের উদ্যোগ নিল। কিন্তু ছেলেটা চৌকস বুদ্ধির খেল দেখিয়ে গ্রেফতার এড়িয়ে গেল।
ছেলেটা কী এমন বলেছিল যে, পুলিশ তাকে সসম্মানে শুধু ছেড়ে দিয়েই গেল না, উল্টো অসময়ে বিরক্ত করার জন্য ক্ষমা চেয়ে গেল ?

ছেলেটি বলেছিল, "মেয়েটি আমার দাসী।"

২৯.
আল্লার কুদ-রতিক্রিয়ায় মরিয়ম প্রেগনেন্ট হয়।

৩০.
আলাপ চলছিল জানে আলম নামক এক লোকের সাথে।
- ইসলাম ভুয়া, ইসলাম অনুযায়ী এই এই প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা দিন।
- জাকির নায়েককে জিজ্ঞেস করুন, আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
- বুঝলাম, জাকির নায়েক ইসলামের সবকিছু জানে, জাকিরের অবস্থান হয়ত যৌক্তিক, ইসলামকে জেনে বুঝেই সে মুসলমান। আপনি তবে কী বুঝে ইসলাম পালন করেন?
- প্রশ্নটি জাকির নায়েককে করুন, সব উত্তর পেয়ে যাবেন।
- আপনার নাম কী?
- জানে আলম।
- নিজের নামটাও জানেন না! আপনার নাম আলম জানে, অথচ আপনি জানেন না? আচ্ছা, বাদ দিন এ কথা, আপনার বাবার নাম কী?
- জাকির নায়েককে জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন