বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

মমিঞ্জনা

জীবনানন্দ দাসের আকাশলীনা কবিতার প্যারোডি করেছেন নাস্তিকথন

মমিঞ্জনা, ঐখানে যেও নাকো তুমি,
বোলোনাকো কথা ওই কাফিরের সাথে; 
ফিরে এসো মমিঞ্জনা, 
শারদীয় এই শিরক ভরা রাতে; 

ফিরে এসো এই মসজিদে, মক্তবে;
ফিরে এসো জায়নামাজে আমার;
দূর থেকে দূরে – আরো দূরে
পূজামণ্ডপে তুমি যেও নাকো আর।

কী কথা মালাউনের সাথে? মালুর সাথে!
শিরকের আড়ালে শিরক
মৃত্তিকার মতো মমিন আজ:
দূর্গার প্রেম ঘাস হয়ে আসে।

মমিঞ্জনা,
তোমার হৃদয়ে আজ শিরক
কুফরির ওপারে কুফরি –
বেদাতের ওপারে বেদাত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন