এই নিয়েছে ঐ নিল যাঃ! ঈমান নিল চিলে,
ঈমান পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
দিনদুপুরে জ্যান্ত, আহা, ঈমান গেল উড়ে,
ঈমান গেলে চার দেয়ালে মরব মাথা খুঁড়ে।
ঈমান বিনে আমলনামায় থাকল কী হে, বল?
ঈমান শোকে মতিঝিলে মিটিং করি চল।
যাচ্ছে, গেল সবই গেল, জাত মেরছে চিলে,
পাজি চিলের ভূত ছাড়াব লাত্থি-জুতো-কিলে।
সুধী সমাজ! শুনুন বলি, এই রেখেছি বাজি,
যে-জন সাধের ঈমান নিল, জান নেব তার আজই।
মিটিং হল ফিটিং হল, ঈমান নিখোঁজ তবু,
কাফির-কল্লা কেটে বেড়াই, মেলান যদি প্রভু।
এসব দেখে “আরজ আলী” বলল, "কেন মিছে
যুক্তি রেখে ছুটছ সবাই অন্ধ ঈমান পিছে?
নেইকো খালে, নেইকো বিলে, নেইকো মাঠে গাছে;
ঈমান থাকে অন্ধকারে, সেখানটাতেই আছে।"
ঈমান-পিছেই কাটল জীবন, কাটল সারা কাল
ঈমান-ঈমান করে মোরা ছিঁড়েই যাবো বাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন