বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫

থাকব মোরা বদ্ধ ঘরে

কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত 'সংকল্প' কবিতার প্যারোডি করেছেন নাস্তিকথন

থাকব মোরা বদ্ধ ঘরে
দেখব নাকো জগৎটাকে
করব শুধু খুন-ডাকাতি
হেজাজ পারার বদর বাকে

দেশ হতে দেশ দেশান্তরে 
লুটছে মমিন কেমন করে,
কাম-লালসায় কেমন করে
মরছে আইএস লাখে লাখে।
জিজিয়া আশায় করছে মমিন
বরণ মরণ যন্ত্রণাকে।

কেমন করে দ্বীন জিহাদি
কাফির কেটে কল্লা আনে,
কেমন করে বীর মুজাহিদ
চলছে ছুটে বেহেস্ত পানে।

উষ্ট্রে চড়ে চাই যেতে আজ 
বেশ্যাবোঝাই বেহেস্তপুরে,
দেখব আমি ফেরেস্তা ঐ
আকাশ হতে আসছে উড়ে। 

এই চাপাতি হাতে নিয়ে
আনব অনেক দাসী ধরে
বক্ষ দাসীর চুষব আমি
আপন হাতের মুঠোয় পুরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন