বুধবার, ২১ অক্টোবর, ২০১৫

সুরা আল-মুরগি

মূল সুরার সহিহ ফাসাহাত ও বালাগাত-সমৃদ্ধ তর্জমা করেছেন আব্রাহাম রাশেদ

পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি।

১. ফা ক্বাফ! 
২. নিশ্চয়ই আমরা সৃষ্টি করেছি মুরগি, কী (অপূর্ব) সৃষ্টি।
৩. এবং সিদ্ধ করেছি ডিম্ব, উত্তপ্ত।
৪. এবং করেছি বজ্রপাত, বিদ্যুৎসহ।
৫. এবং করেছি বায়ু নির্মল।
৬. যে এ নিদর্শনসমূহ অস্বীকার করবে, তার শাস্তি মৃত্যু, ফাঁসিতে।
৭. অথবা শ্বাসরোধে, কাশিতে।
৮. যে গণিকালয়ে করে গমন।
৯. অতঃপর করে পরনারী রমণ।
১০. তার জন্য নির্ধারিত জ্বলন্ত আগুন।
১১. এসব শাস্তি-যন্ত্রণা ঐশী কানুন।
১২. (ঐ) শত্রুরা হচ্ছে ঘৃণীত, নিগৃহীত। 
১৩. শপথ, সেই উজ্জ্বল দিনার এর চাকচিক্যের।
১৪. এবং শপথ সেই রাসভনিনাদের।
১৫. প্রকৃতপক্ষে আমিই আল্লাহ, সৃষ্টিকর্তা, বিধাতা।
১৬. (অতএব) মান্য করো আমাকে, নাস্তিকদের দলভুক্ত হইয়ো না।
১৭. এবং সেই দিবসের ভয়ে ভীত হও, যখন কাজে আসবে না দিনার, না ডলার।
১৮. নাস্তিকগণ (সেদিন) দলে দলে নিক্ষিপ্ত হবে অগ্নিকুণ্ডে।
১৯. এবং অভিশপ্তগণ না পারবে সহ্য করতে, না পারবে পালাতে।
২০. আর যারা তার প্রভুর ভয়ে ভীত হয়েছে, তারা হচ্ছে সবার সেরা।
১১. তাদের জন্য রয়েছে উদ্যানাদি, পাদদেশে ঝর্ণাধারা।
২২. আরও আছে সুপেয় হুইস্কি, হিসাব ছাড়া, নৃত্যরতা ললনা, হিজাব ছাড়া।

শানে নজুল: একদা একদল ইহুদি নবীজিকে জিজ্ঞেস করলো, ইয়া মুহাম্মদ, বলুন তো, আল্লাহ ডিম না মুরগি কোনটা আগে বানিয়েছেন? তাদের এ প্রশ্নের উত্তরে আল্লাহ পাক এ সুরা নাজিল করেন। সুবহানআল্লাহ। আর এ সুরা শুনেই উপস্থিত ইহুদিরা ইসলাম গ্রহণ করলো। আলহামদুলিল্লাহ।

ইজাজ আল ইলমি ( Scientific miracle): বিজ্ঞানীরা এর মধ্যে বৈজ্ঞানিক তথ্যও খুঁজে পেয়েছেন। সেই চোদ্দশ বছর আগে আল্লাহপাক সিদ্ধ খাবার (ডিম) এর দিকে ইঙ্গিত দিয়েছেন, পরোক্ষভাবে ভাজা-পোড়া এড়িয়ে চলতে বলেছেন। এতদিন পর বিজ্ঞানীরা বলছেন, তড়িৎ খাবার (Fast Food) ক্ষতিকর। সুবহান আল্লাহ।

সুরা আল-মুরগি-এর মাধ্যমে আল্লাহপাক অবিশ্বাসীদের 'চিকেন-এর মতো বারবিকিউ' করার সূক্ষ্ম ইঙ্গিতও দিয়েছেন। নিশ্চয়ই বিশ্বাসীদের জন্য এতে নিদর্শন রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন