আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

কি মুশকিল

সুকুমার রায় লিখিত ছড়া 'কি মুশকিল'

সব লিখেছে এই কেতাবে দুনিয়ার সব খবর যত,
সরকারী সব অফিসখানার কোন্ সাহেবের কদর কত।
কেমন ক'রে চাট্‌নি বানায়, কেমন ক'রে পোলাও করে,
হরেক্ রকম মুষ্টিযোগের বিধান লিখছে ফলাও ক'রে।
সাবান কালি দাঁতের মাজন বানাবার সব কায়দা কেতা,
পূজা পার্বণ তিথির হিসাব শ্রাদ্ধবিধি লিখছে হেথা।
সব লিখেছে, কেবল দেখ পাচ্ছিনেকো লেখা কোথায় -
পাগলা ষাঁড়ে কর্‌লে তাড়া কেমন ক'রে ঠেকাব তায়!


প্যারোডি লিখেছেন নাস্তিকথন

সব লিখেছে এই কেতাবে দুনিয়ার সব খবর যত,
কাফিরগণের কল্লা কাটায় কোন্ জিহাদির কদর কত।
কেমন ক'রে লাহাবহস্ত ধ্বংস হয় সপরিবারে,
হরেক্ রকম দাসীভোগের বিধান লিখছে ফলাও ক'রে।
সম্পত্তির ভুল বন্টন করার যত কায়দা কেতা,
নানান নবীর একই গল্প রিপিট করে লিখছে হেথা।
সব লিখেছে, কেবল দেখ পাচ্ছিনেকো লেখা কোথায় -
ইসলামের যে প্রথম খুঁটি নামাজ পড়ার নিয়মটি হায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন