আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

আল্লা এক, ছাগু অগুন্তি

লিখেছেন সমকোণী বৃত্ত

বেশ কিছুদিন আগে একটা লেখা চোখে পড়েছিল। সেটার মূল বক্তব্য ছিলো এরকম: ALLAH =ONE. লেখক গাণিতিকভাবে এটা প্রমাণ করেছেন এভাবে:

যদি ইংরেজি বর্ণ A = 1, B = 2, C = 3 এভাবে ধরা হয়, তাহলে,
ALLAH = 1+12+12+1+8 = 34 এবং  ONE = 15+14+5 = 34
অতএব বামপক্ষ = ডানপক্ষ প্রমাণিত। অর্থাৎ ALLAH = ONE.

তো আমি যখন লেখাটা পড়ছিলাম, তখন আমার ভাতিজাও (ক্লাস এইটে পড়ে) এসে দেখে ফেলে। দেখে বলে, "এটা কোনো প্রমাণ হলো? এটা তো আমিও করতে পারবো।"
আমি বললাম, "যা, করে নিয়া আয়।"
কিছুক্ষণ পরে সে খাতা নিয়ে এলো। দেখলাম, সত্যিই সে এরকম একটা প্রমাণ করে নিয়ে এসেছে। তার প্রমাণটা তুলে ধরলাম:

ALLAH = ENO
বা 1+12+12+1+8 = 5+14+15
বা 34 = 34
বামপক্ষ = ডানপক্ষ (প্রমাণিত)

এখানে উল্লেখ্য, ENO হল একটি পণ্যের নাম। 


এটা গ্যাস্ট্রিকের ওষুধ, যা মানুষে তৈরি করেছে। তাহলে বলা যায়, আল্লাকেও মানুষে তৈরি করেছে, কেননা বামপক্ষ = ডানপক্ষ।

যেভাবে ওই মুমিন বান্দা প্রমাণ করেছে ডানপক্ষ one, তাই আল্লাও এক; সেই হিসেবে এখানেও ডানপক্ষ মানুষের তৈরি, তাই বামপক্ষ ও মানুষের তৈরিই হবে, নিয়ম অনুযায়ী।

আল্লার প্রিয় ব্যাক্তি 'মুহাম্মদ (সা:)', যিনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল। আমরা জানি, তিনি একজনই ছিলেন। কিন্তু মুমিনীয় প্রমাণে তা তো বলে না। যেমন, MOHAMMAD = ONE ওই পদ্ধতিতে প্রমান করা যায় না। তাহলে মুহাম্মদ কয়টা ছিলেন?

তাছাড়া এভাবে আরো অনেক কিছুই প্রমাণ করা যায়, আমিও করেছি। সেগুলো আর দিলাম না। আমার ভাতিজাই যথেষ্ট মুমিনের এসব প্রমাণ খণ্ডাতে।

আরেকটা বিষয় পরিষ্কার করা দরকার, তা হলো: আল্লার প্রিয় ভাষা আরবি দিয়ে কিন্তু 'আল্লাহ এক' প্রমাণ করা যায় না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন