লিখেছেন জুপিটার জয়প্রকাশ
- গণেশ নামের একটি দেবতা আছেন যাঁর মানুষের বডিতে হাতির মাথা।
- এসব নেহাত বাজে গল্প, তবে বোরাক নামের একটি প্রাণী আছে, যার ঘোড়ার বডিতে মানুষের মাথা।
- রাবণ নামে এক রাক্ষস ছিল, তার কুড়িটা হাত।
- এসব বানানো কথা, তবে জিব্রাইল নামে এক ফেরেস্তা আছে, তার ৬০০ টা ডানা।
- ঠিকমতো ডাকতে পারলে দেবতার মূর্তিরা জ্যান্ত হয়ে যেতে পারে।
- এমন হওয়া কখনোই সম্ভব নয়, তবে ডানাওয়ালা ঘোড়া পিঠে মানুষ নিয়ে সাত আসমান পার হয়ে বাতাস ছাড়াই উড়তে পারে।
- সৃষ্টিকর্তা ব্রহ্মার চারটা মাথা আছে। তিনি পদ্মফুলের উপ্রে বসে থাকেন।
- নিতান্তই আজগুবি তত্ব, তবে সৃষ্টিকর্তা আল্লা নিরাকার এবং সর্বব্যাপী হলেও কিন্তু তেনার একটা চেয়ার আছে।
ওপরের কথাগুলার কোনো একটায় বিনা প্রমাণে বিশ্বাস করলে আপনি বুদ্ধিমান। দুটোতেই অবিশ্বাস করলে আপনি বেকুব।
এবার ওপরের পরীক্ষায় যাঁরা বুদ্ধিমান বলে পাস করবেন, তাঁদের কাছে একটি বেকুব সওয়াল:
দুটোই একসাথে বিশ্বাস করলে কি ডবল বুদ্ধিমান হওয়া যাবে? নাকি ডবল বেকুব?
(১৮.১২.১১ তারিখে প্রথম প্রকাশিত)
(১৮.১২.১১ তারিখে প্রথম প্রকাশিত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন