লিখেছেন নাস্তিক ফিনিক্স
মুসলিম সন্ত্রাসবাদ প্রসঙ্গে জোকার নালায়েক মশাই ওসামা বিন লাদেনকে নিয়ে এক বিখ্যাত ও মোল্লাচিত মন্তব্য করেছিল:
If Osama bin Laden is fighting the enemies of Islam, I am for him … If he is terrorizing a terrorist, if he is terrorizing America the terrorist, the biggest terrorist, I am with him.
তার মতে, নাসারা সন্ত্রাসবাদী ও ওসামা বিন লাদেন মুক্তিযোদ্ধা।
সহি মোল্লা এমন মোল্লাচিত মন্তব্য করবে, এটাতে আশ্চর্যের কিছু নেই, এমন মন্তব্য নতুন কিছুও নয়। কিন্তু বাধ সাধলো প্রথম উক্তিটাই: "Osama bin Laden is Fighting the enemies of Islam." জোকার বলতে চাইল, ওসামা বিন লাদেন ইছলামের শত্রুর সাথে লড়াই করে|
শত্রু কারা? লাদেন কাদের শত্রু মনে করতো? আসুন, জানার চেষ্টা করি।
● ইহুদি-নাসারা বা ইউরোপীয় নয়, পৃথিবীর প্রথম সারির প্রায় সমস্ত গোয়েন্দা বিভাগের রিপোর্টে উঠে এসেছে - লাদেনের দল আল-কায়দা কাফেরদের থেকে ৮ গুণ বেশি মুসলিমকে হত্যা করেছে।
● পাক-আফগানিস্তানের পর আল-কায়দার সব থেকে বড় চারণভূমি হল ইয়েমেন, যেখানে ৯৯% মুসলিম। সে দেশে ২০০৪ - ২০০৬ প্রায় ৬০০০ জন প্রাণ হারিয়েছেন কায়দার হামলায়।
● ২০০৬ সালে ইরাকের 'আল-আকসারি মসজিদ বিস্ফোরণ, যার পরে ইরাকের সাম্প্রদায়িক দাঙ্গায় ১০০০ জন মারা যায়। সেই বিস্ফোরণ ঘটিয়েছিল লাদেনের আল-কায়দা।
● ৭০০ বছরের পুরানো মসজিদ ধ্বংস, মুসলিম শিশুহত্যা, এমন অনেক "মুসলিম হত্যায় লাদেন-কায়দার হাত পাকা।"
এ ছাড়াও ২০০৪-২০১৪ সালে, ISIS যখন আল-কায়দার শাখা সংগঠনের কাজ করতো, তখন কুর্দি-মুসলিম গণহত্যাও কারুর অজানা নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন