মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

ইছলাম ত্যাগের কারণসমূহ - ১১

ব্রিটেনের কাউন্সিল অভ এক্স-মুসলিম নামের সংগঠনের উদ্যোগে #ExMuslimBecause নামে টুইটারে একটি প্রচারণা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। প্রাক্তন মুছলিমরা উপস্থাপন করছে ইছলাম ত্যাগের বিবিধ কারণ। অতি দীর্ঘ ও ক্রমবর্ধমান এই কারণ-তালিকা থেকে কিছু সরস ও সিরিয়াস কারণ অনুবাদ করে প্রকাশ করা হচ্ছে ধারাবাহিকভাবে। এতে যুক্ত করা হচ্ছে/হবে ধর্মকারীর ঠিকানায় পাঠানো লেখা/ছবি/ভিডিওও।

পর্ব ১ > পর্ব ২ > পর্ব ৩ > পর্ব ৪ > পর্ব ৫ > পর্ব ৬ > পর্ব ৭ > পর্ব ৮ > পর্ব ৯ > পর্ব ১০

Sarah imanuel: আমি প্রাক্তন মুছলিম, কারণ আল্যা নিজেকে আবাল প্রমাণিত করেছে এই আয়াতের মাধ্যমে: "যদি কেহ তাদের (যৌনদাসীদের) উপর জোর-জবরদস্তি করে, তবে তাদের উপর জোর-জবরদস্তির পর আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল, পরম দয়ালু।" (সুরা ২৪:৩৩)

Hijazi in Space: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি সৌদি। এর চেয়ে বেশি কিছু বলা অনাবশ্যক।

মিথিলা: আমি প্রাক্তন মুছলিম, কারণ একসঙ্গে চার স্বামী রাখার অধিকার আমার নেই।

Ali A. Rizvi: আমি প্রাক্তন মুছলিম, কারণ ১. আমি কোরান পড়েছি শুরু থেকে শেষ পর্যন্ত। ২. আমি চিন্তা করতে পারি।

Maryam Namazie: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমার বেপর্দা হওয়াটা ভূমিকম্প বা অন্য কোনও প্রাকৃতিক দুর্যোগের কারণ নয়।

Egyptian Atheist: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম আমি বেছে নিইনি। সে আমাকে বেছে নিয়েছে। বার্থ সার্টিফিকেটে কোনও ধর্মের উল্লেখ থাকার মানেই আমি বিশ্বাসী, তা নয়।

রায়হানা: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইহজগতে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য পরকালে শাস্তির ভীতি প্রদর্শনের কৌশল ব্যবহার করে যে-ধর্ম, তা ভুয়া ও জঘন্য।

Eiynah: আমি প্রাক্তন মুছলিম, কারণ শৈশবে আমার করা প্রশ্নগুলোর জবাব ধর্ম কখনওই দিতে পারেনি।

মাহতাব: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি বিজ্ঞান বুঝি।

Loki: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি সপ্তম শতাব্দীতে বাস করতে চাই না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন