মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

সুবহান-অ্যাল্লার্ম

লিখেছেন সমকোণী বৃত্ত

হায় আল্লাহ! হায় সুবহানাল্লা! তুমি কতই না মহান?

ভুমিকম্প দিয়ে তুমি আমাদের ঘুম থেকে জাগিয়ে দিয়েছো ঠিক নামাজের আগ মূহুর্তে। যাতে আমরা শয়তানের ধোঁকায় পড়ে ঘুমিয়ে না থেকে সালাত আদায় করি।


তাই তোমাকে কোটি কোটি লাইক দিলাম।... ও স্যরি!... স্যরি বলার জন্যও স্যরি - আমি মিন, আস্তাগফিরুল্লা। 

তুমি ত লাইকে সন্তুষ্ট না। তাই কোটি কোটি সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ দিলাম। গুনে গুনে নিয়ো। গুনে গুনে নেকি দিয়ো। নিশ্চয়ই তুমি গণনায় কর না কারচুপি!

কথা হইলো গিয়া, এক কাফের আমারে জিগাইলো:
- আল্লাহ যে কিছুদিন আগে ভূমিকম্প দিলো, সেই কম্পনে নামাজ পড়া ত দূরের কথা, মানুষই মারা গেলো শত-শত। তাহলে কীভাবে বলেন, আল্লাহ নামাজের অ্যালার্ম হিসেবে ভূমিকম্প দিয়েছেন?

আল্লাহ! আমি তোমার মহিমায় দাগ লাগতে দেই নাই। সব দোষ হারামজাদা শয়তানের উপ্রে দিয়া আসছি।
আমি বলেছি:
- ভাই দেখেন, এখানে আল্লার কোনো দোষ নাই। আল্লাহ নামাজের অ্যালার্ম হিসেবেই ভুমিকম্প দিছিল, বাট বেয়াড়া শয়তান চক্রান্ত করে আল্লাকে দিয়ে অ্যালার্মের মাত্রা বাড়াই দিছিলো। সব দোষ শয়তানের।

আল্লারে নিরীহ পাইয়া শয়তান এমন কাজ করেছিলো। পিলিজ, আল্লারে কেউ ভুল বুইঝেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন