শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬

ইছলাম ত্যাগের কারণসমূহ - ১২

ব্রিটেনের কাউন্সিল অভ এক্স-মুসলিম নামের সংগঠনের উদ্যোগে #ExMuslimBecause নামে টুইটারে একটি প্রচারণা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। প্রাক্তন মুছলিমরা উপস্থাপন করছে ইছলাম ত্যাগের বিবিধ কারণ। অতি দীর্ঘ ও ক্রমবর্ধমান এই কারণ-তালিকা থেকে কিছু সরস ও সিরিয়াস কারণ অনুবাদ করে প্রকাশ করা হচ্ছে ধারাবাহিকভাবে। এতে যুক্ত করা হচ্ছে/হবে ধর্মকারীর ঠিকানায় পাঠানো লেখা/ছবি/ভিডিওও।

পর্ব ১ > পর্ব ২ > পর্ব ৩ > পর্ব ৪ > পর্ব ৫ > পর্ব ৬ > পর্ব ৭ > পর্ব ৮ > পর্ব ৯ > পর্ব ১০ > পর্ব ১১

nondivingoddess: আমি প্রাক্তন মুছলিম, কারণ যা কিছু স্বাভাবিক, প্রাকৃতিক, মানবিক ও সুন্দর, ইছলামে তা হারাম। যদিও শিরশ্ছেদ, নির্যাতন, ধর্ষণ হালাল।

Epicorgasm: আমি প্রাক্তন মুছলিম, কারণ বোরখা না পরার মানেই আমি 'বেশ্যা' অথবা 'নিজেই ঝামেলা ডেকে আনছি'।

Persian Rose: আমি প্রাক্তন মুছলিম, কারণ একটি শব্দ - আয়েশা।

মিথিলা: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি সন্তান দত্তক নিতে চাই।

Ibrahim Abdallah: আমি প্রাক্তন মুছলিম, কারণ আমি বিশ্বাস করি, ২০৭০ সালের মধ্যে সিংহভাগ মুছলিম প্রাক্তন মুছলিম বনে যাবে। সকল প্রশংসা ইন্টারনেটের।

Persian Rose: আমি প্রাক্তন মুছলিম, কারণ এটা: https://i.imgur.com/HoEZ4ce.png

Mesho: আমি প্রাক্তন মুছলিম, কারণ ইছলাম মুছলিমদের শেখায় অমুছলিমদের ঘৃণা করতে।

Fatima Fatwa: আমি প্রাক্তন মুছলিম, কারণ আল্যা বলে কেউ নেই, মোহাম্মদ ঐশী নবী নয়, কোরান সহিংসতা ও ঘৃণায় ভরা একটি বই, ইছলাম একটি ক্ষতিকারক মিথ্যে।

আকবর হোসেন: আমি প্রাক্তন মুছলিম, কারণ রমজান মাসে রোজদাররা যেখানে-সেখানে দলা দলা থুতু ফেলে। ইয়াক!

Yosra Arsoy: আমি প্রাক্তন মুছলিম, কারণ এই 'বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা' যৌনদাসপ্রথা সমর্থন করে (কোরান ৩৩:৫০, ২৩:৫-৬, ৪:২৪, ১৬:৭৫, ৮:৬৯...)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন