শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬

বৃত্তের বচন - ০১

লিখেছেন সমকোণী বৃত্ত

১.
- অর্থ, শ্রম ও সাধনা সবই একসাথে কীভাবে জলে যায়?
- মূর্তিপূজা করার মাধ্যমে।

২.
ছোটবেলায় যখন বই খোলা রেখেই খেলতে যেতাম, মা তখন খুব বকা দিতেন আর বলতেন, আর কখনোই যেন বই খোলা রেখে চলে না যাই। কারণটা ছিল বই খোলা রাখলে নাকি বই শয়তানে পড়ে। 

তাই আজ আমি কুরান, বাইবেল, বেদ সবগুলোকে সারাদিন ধরে খুলে রেখেছি, যাতে শয়তান এসে সব পড়তে পারে।

ওরে শয়তান, আর কতদিন শয়তান হয়ে থাকবি? এবার তো একটু হেদায়েত প্রাপ্ত হ...

৩.
কেউ খারাপ কিছু করলে তার দায়ভার 'ধর্ম' না নিলেও কেউ যখন ভাল কিছু করে তার কৃতিত্ব 'ধর্ম' ঠিকই নিয়ে নেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন