আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

সৎপাত্র

সুকুমার রায়ের ‘সৎপাত্র’ ছড়ার প্যারোডি লিখেছেন নাস্তিকথন

শুনতে পেলাম মদীনা গিয়ে
তোমার নাকি মেয়ের বিয়ে?
মোহাম্মদকে পাত্র পেলে?
জানতে চাও, সে কেমন ছেলে?
মন্দ নয় সে, পাত্র ভালো
চরিত্র তার বেজায় কালো;
তার উপরে দাড়ির গঠন
অনেকটা ঠিক পাঁঠার মতন;
বিদ্যে বুদ্ধি? বলছি বেশ -
চুক্তিতে সে চড়াত মেষ!
পঁচিশে এসে টাকার জন্য 
ঘরজামাই সে গণ্যমান্য।
কী করে খায়? ধুর্ত বেজায় -
ডাকাতি করে দিন চলে যায়।
মানুষ তো নয়, সঙ্গীরা তার -
কেউবা পাগল কেউবা গোঁয়ার;
আরেকটি তার তৈরি ছেলে,
করল বিয়ে দুজন মিলে।
কনিষ্ঠটি মরল কোলে 
চন্দ্রে তখন গ্রহণ চলে।
মুহম্মদ তো কেবল ভোগে
যাদু, ভ্রম ও জ্বীনের রোগে।
কিন্তু তারা উচ্চ ঘর,
কুরাইশের বংশধর!
হাশেম তালেব মক্কাগ্রামের
কী যেন হয় মোহাম্মদের। -
যাহোক, এবার পাত্র পেলে,
এমন কি আর মন্দ ছেলে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন