লিখেছেন শেখ মিলন
১. নামাযীরা
পিচ টিভিতে একটা বিজ্ঞাপন দেয়। ইসলামী বিজ্ঞাপন। নামাযের বিজ্ঞাপন...
সেখানে দেখা যায়, একজন কিশোর মসজিদে যাচ্ছে। পথিমধ্যে সে দেখলো, একজন ছিনতাইকারী ছিনতাই করে পালাচ্ছে, কয়েকজন বসে জুয়া খেলছে এবং কিছু নেশাগ্রস্ত যুবক মাদকসেবন করছে।
অতঃপর সে মসজিদে পৌঁছালো এবং আজান দিলো।
নামাযের সময় দেখা গেল, সেই ছিনতাইকারী, সেই জুয়াড়ি এবং সেই মাদকসেবী তার পাশেই নামাযে দাঁড়াচ্ছে। অর্থাৎ তারা পাপ করে আল্লার কাছে মাফ চাইতে চলে এসেছে।
ইহা হইতে আমরা কী বুঝিলাম?
যারা খুব বেশি পাপ করে, তারাই দিনে পাঁচবার মাফ চাইতে যায়। এবং পাপমোচনের অজস্র সুযোগ দানের মাধ্যমে ইসলাম প্রকারান্তরে পাপ করার লাইসেন্স দেয়।
২. চাকরির ইন্টারভিউ
জনৈক হুজুর গেল চাকরির ইন্টারভিউ দিতে।
প্রশ্নকর্তা: বলুন তো, "ডাক্তার আসার পুর্বেই রোগী মারা গেল" - এর ইংরেজি কী হবে?
হুজুর: ইংরেজি তো পারব না, স্যার, তবে আরবি পারবো, ইনশআল্লাহ।
প্রশ্নকর্তা: তাই নাকি! তবে আরবিতেই বলেন।
হুজুর: ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন