মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬

মনগড়া যুক্তির যুক্তিবাদী উত্তর - ৩

লিখেছেন নাস্তিক ফিনিক্স 

ভারতের প্রধান হিন্দুত্ববাদী সংগঠন আর.এস.এস.-এর একটা মুসলিম শাখা আছে, যারা গরুপূজারী গাধাদের সাথে মিলে গোহত্যা বন্ধ করার জন্য নানান আবালীয় যুক্তি দেওয়া শুরু করেছে।

সম্প্রতি তাদের দেয়া একটা যুক্তি হল:
গোবর আণবিক বোমা (Atom/ Nuclear Bomb) নিস্ক্রিয় করে।
এই উক্তিতে বিজ্ঞানের প্রলেপ লাগিয়ে ব্যাখ্যা করা হয় যে, "গোবর হাইড্রজেনের (Hydrogen) দ্বারা নির্গত তেজস্ক্রিয় রশ্মিকে (Atomic Radiation) শুষে নেয়..."

গোবর দেখে আণবিক বোমা লেজ তুলে পালায়

এ যুক্তির যুক্তিবাদী উত্তর খোঁজাটাও বোকামি, কেবল কিছু তথ্য আর একটা চ্যালেঞ্জ দেবো:


★ জাপানে Kobe Beef খুব বিখ্যাত জিনিস।

বাঁচতে পারলো জাপান আণবিক বোমার প্রকোপ থেকে?

● ভারতের প্রায় সমস্ত বোমা পরীক্ষা করা হয় রাজস্থানের পোখরান-এ। সেই জায়গায় সাধারণ মানুষের ঢোকা নিষিদ্ধ। 

চ্যালেঞ্জ:
গোবর দিয়ে ওই জায়গায় তেজস্ক্রিয়ার মাত্র ১% কমানো যায়, প্রমাণ করে দেখান দেখি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন