১০.
আসুন, দেখা যাক, আল্লাহ তার বান্দাদের কতোটা বোকা ভাবে এবং আসলেই কি তারা ততোটুক বোকা?
আল্লাহ বলেছে, "আল্লাহ তারর বান্দাদের নেকির ওপর ভিত্তি করে একেক ধরনের জান্নাতে পাঠাবেন। সবচেয়ে নেকিবানরা যাবে জান্নাতুল ফেরদাউস-এ।" আবার সে এও বলেছে, "জান্নাতে মন যা চাইবে, তা-ই পাবে।"
তো এখন কথা হলো, জান্নাতে মন যা চাইবে, তা-ই পেলে জান্নাতের আবার স্তরবিন্যাস করার কী দরকার। কেউ যে-জান্নাতেই যাক, সে যা চাইবে, তা-ই পেলে তো সবই পাওয়া হয়ে গেল, সেটা জান্নাতুল ফেরদাঊস হোক আর জান্নাতুল মাঊয়া যাই হোক। আল্লার এরূপ ভুয়া আশ্বাস দিয়ে বান্দাকে তার শরণাপন্ন করাতে চায়, আর তার বোকা বান্দারাও...
১১.
আল কোরানের আলো,
আমায় নাস্তিক বানায়ে দিলো।
১২.
রথযাত্রার সময়ে নাকি বৃষ্টি হয়। তো এই রথযাত্রার আয়োজন কেন মরুভুমিতে করা হয় না, দেখি, সেখানে কেমন বৃষ্টি হয়? যে সব গ্রহে পানি নেই, সেখানেও রথযাত্রার আয়োজন করা হোক।
রথযাত্রা বর্ষাকালে। তো বৃষ্টির সময়ে বৃষ্টি তো আসবেই। এভাবেই ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন