লিখেছেন শেখ মিলন
৭.
বছর তিনেক আগের কথা। আম্মা জিজ্ঞাসিলেন:
- নামায পড়িস না ক্যান?
আমি মুচকি হাসিয়া কহিলুম:
- মা গো, তোমার ছেলে অতোটা খারাপ নয় যে, তার মন্দ কাজের লাগি দিনে পাঁচবার আল্লার কাছে ক্ষমা চাওয়া লাগবে...
৮.
আমি ইসলাম ত্যাগ করেছি, কারণ মূর্খ আল্লা ও তার চ্যালা মোহাম্মদ আমায় সস্তা স্বর্গের লোভ দেখিয়েছে।
জান্নাতে নাকি স্বর্ণমহল অর্থাৎ সোনার তৈরি দালান আর আসবাবপত্র ও তৈজসপত্র আছে। নিঃসন্দেহে বর্তমান পৃথিবীতে সোনা একটি অন্যতম মূল্যবান ধাতু। তবে... তবে অর্থনীতির একটি বিধি বর্ণনা করে যে, "চাহিদার তুলনায় যোগান বৃদ্ধি পেলে দ্রব্যমূল্য হ্রাস পায়।" স্বর্গ বা জান্নাতে যেহেতু প্রচুর পরিমাণে স্বর্ণ বা ঐ জাতীয় ধাতু পাওয়া যাবে, তাই সেখানে তা অবশ্যই সস্তা ধাতু হিসেবেই গণ্য হবে। এখন আপনিই বলুন, এতো কষ্ট করে স্তুুতিলোভী আল্লার আরাধনা করে সস্তার স্বর্গে কেন যাবো?
৯.
কুরান হল বান্দাদের জন্য প্রভুর চিঠি।
নবী বা রাসুল হল ডাকপিয়ন, ডাকহরকরা বা বার্তাবাহক।
তো পত্রের সাথে পিয়নের ব্যক্তি জীবনের সম্পর্ক কী?
বান্দাদের প্রতি আল্লাহর লেখা চিঠিতে এই ডাকপিয়নের ব্যক্তিগত জীবনকাহিনী, সুখ-দুঃখ ঠাঁই পেলো কীভাবে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন