বুধবার, ৩০ মার্চ, ২০১৬

দেশে ইসলামি আইন চাই!

লিখেছেন শুভ্র আহমেদ

রাষ্ট্রধর্ম ইসলাম হলেই শুধু চলবে না, দেশে ইসলামি আইন চাই!

১. চুরিতে হাত কাটা, ডাকাতিতে হাত-পা কাটা, খুনের বদলে শিরোচ্ছেদ চালু করতে হবে।
২. গান-বাজনা, নাচ, অভিনয়, ক্রিকেট এসব হারাম জিনিস নিষিদ্ধ। 
৩. মেয়েরা ঘর থেকে বেরোলেই জরিমানা আদায় করতে হবে। 
৪. ছেলেদের জন্য দাড়ি রাখা, টাখনুর উপর কাপড় পরা আর পাঞ্জাবি-পাজামা পরা বাধ্যতামুলক করতে হবে। 
৫. স্কুল-কলেজকে মাদ্রাসায় রূপান্তর করতে হবে। 
৬. ব্লাসফেমি আইন তৈরি করতে হবে। 
৭. পতাকায় সিঁদুরের লাল চিহ্ন মুছে দিয়ে চাঁদ-তারা বসাতে হবে। 
৮. সব ভার্সিটিকে ইসলামি ভার্সিটি বানাতে হবে। 
৯. কনডম-সহ সব ধরণের যৌননিয়ন্ত্রকগুলোর বাজারজাতকরণ নিষিদ্ধ করতে হবে। 
১০. গল্প-উপন্যাস নিষিদ্ধ করতে হবে। কারণ এগুলো মিথ্যা বানোয়াট। আর মিথ্যা বলা হারাম। 
১১. মেয়েদের রাজনীতি বন্ধ করতে হবে। 
১২. অমুসলিমদের ওপর জিজিয়া কর আরোপ করতে হবে।
১৩. পাহাড়ি মেয়েদের যৌনদাসী বানাতে হবে। 
১৪. পাহাড়ি শিশুদের গোলাম বানাতে হবে। 
১৫. সব নাস্তিকের শিরশ্ছেদ করতে হবে। 
১৬. ফেসবুক, টুইটার, ব্লগ, এমনকি ইন্টারনেট নিষিদ্ধ করতে হবে। এসবে আল্লাহর রাসুলকে নিয়ে কটুক্তি করা হয়। 
১৭. সব টিভি চ্যানেল নিষিদ্ধ করতে হবে। 
১৮. সেনাবাহিনী থেকে সকল মেয়েকে চাকরিচ্যুত করতে হবে। 
১৯. একাধিক বিয়েতে প্রথম স্ত্রীর অনুমতি সংক্রান্ত আইন বাতিল করতে হবে। 
২০. সব ভাস্কর্য ভেঙে ফেলতে হবে। 
...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন