মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

"মনে কয় যে উইড়া যাই সোনার মদিনা": বোরখাবৃত চৌদি আজবের অভ্যন্তরে

ব্রিটিশ ITV চ্যানেলে প্রচারিত দুঃসাহসী এক ডকুমেন্টারিতে উঠে এসেছে অসংখ্য চৌদি ইতরামির কাহিনী। নবী ও ইছলাম ধর্মের জন্ম যে-দেশে, যে-দেশ চলে সম্পূর্ণ ইছলামী সংবিধান মেনে, যে-দেশটি প্রায় বোরখাবৃত যার ভেতরকার খবর খুব বেশি একটা পাওয়া যায় না, সেই দেশ সম্পর্কে অনেক অজানা তথ্য সন্নিবেশিত করা হয়েছে সাড়ে ৫২ মিনিটের এই ডকুমেন্টারিতে।

ভিডিও লিংক: https://youtu.be/NLtLeK7YLGY

প্রাসঙ্গিক:

১. ২০০৮ সালের ডিসেম্বর মাসে al-Hurra চ্যানেলে প্রচারিত Misawa নামের অনুষ্ঠান থেকে জানা যাচ্ছে, সেই দেশের প্রায় এক-চতুর্থাংশ শিশু ধর্ষণের স্বীকার হয় এবং ছাত্রদের মধ্যে শতকরা ৪৬ জন সমকামী। তিন মিনিটের ভিডিও: https://youtu.be/MQ8PSKSWeEw

২. চৌদি আজব - সমকামীদের স্বর্গ - একটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক নিবন্ধ।

৩. The Sexual Misery of the Arab World নামে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত রচনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন