বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

শেখ'স শপ - ০৬

লিখেছেন শেখ মিলন

১৬.
আমার এক মুসলিম বন্ধুর সাথে ফেসবুকীয় আলাপন:
আমি: কী করিস?
বন্ধু: চটি পড়ি। তুই?
আমি: গীতা পড়ি।
বন্ধু: তুই কি শালা মালাউন হয়ে গিয়েছিস?

১৭.
পাপ করে যদি মাফ পাওয়া যায়, তবে পাপ না করাই তো বোকামি। ধর্মবিশ্বাসীদের মধ্যে অপরাধপ্রবণতা কি এ কারণেই বেশি?
(তওবা পাঠ, গঙ্গাস্নান, হজ্জ্ব, কাশিযাত্রা, যিশুকে রক্ষাকর্তা হিসেবে গ্রহণ প্রভৃতি করলে পাপমুক্তি হয়)

১৮.
এই দেখো দেশ ডিজিটাল হয়েছে।
তবু নিন্দুকেরা বলে কিনা, দেশ পিছিয়েছে।
এখন তো আর দেশে বছর বছর বন্যা হয় না,
বন্যার জলে গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ ভাসে না,
এখন মাসে মাসে রক্তগঙ্গা বয়ে যায়,
রক্তস্রোতে ভেসে যায় রাজপথ-ফুটপথ, ঘরের মেঝে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন